shono
Advertisement

ফের বেলাগাম দিলীপ ঘোষ, সৌগত রায়কে ‘জুতোপেটা’করার নিদান বিজেপি নেতার

বিজেপি নেতাকে একহাত নিল তৃণমূল।
Posted: 02:09 PM Aug 18, 2022Updated: 02:44 PM Aug 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেলাগাম দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল সাংসদ সৌগত রায়কে আক্রমণ করতে গিয়ে বিপাকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তাঁকে ‘জুতোপেটা করা’র হুমকি বিজেপি নেতার।

Advertisement

বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। ওই মঞ্চ থেকে বিজেপি নেতা সৌগত রায়কে বেনজির আক্রমণ করে বলেন, “সৌগত রায় বুড়ো মানুষ। হাঁটতে পারেন না। পিছনে কুকুর ঘেউ করলে ধুতিতে পা জড়িয়ে পড়ে যাবেন। বলছেন চমড়া দিয়ে জুতো বানাবেন। আমি বলছি সাবধানে থাকুন। পিঠের ছাল, কোমরের কাপড় কিছুই থাকবে না ক’ দিন পর। ভাবুন, একটা সত্তর বছরের বুড়ো, অধ্যাপকের এটা নমুনা? আমরা কিছু বললেই বলবে কুকথা বলেছে দিলীপ ঘোষ। পুজো করবে ফুল দিয়ে? জুতোপেটা করা উচিত।”

দুর্গাপুরে দিলীপ ঘোষ। ছবি: উদয়ন গুহ রায়।

[আরও পড়ুন: ‘মেয়ে টেট পাশ, সার্টিফিকেট আছে’, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত]

উল্লেখ্য, দিনকয়েক আগে কামারহাটির অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তিনি বলেন, “তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের ‘সব চোর’ বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।” একজন বর্ষীয়ান রাজনীতিক কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধীরা পালটা সৌগত রায়কে একহাতও নেন। তবে পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন সৌগত রায়।

তবে ক্ষমা চাওয়ার পরেও সৌগত রায়কে এহেন চাঁচাছোলা ভাষায় আক্রমণ মোটেও মানতে পারছে না তৃণমূল। বিজেপি (BJP) নেতার সমালোচনায় সরব ঘাসফুল শিবির। সৌগত রায়ের দাবি, “দিলীপ ঘোষের কথায় কোনও উত্তর দিতে আমার রুচিতে বাধে।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh) বিজেপি নেতাকে একহাত নেন। কোনওদিন কোনও কুকথা বলার পর দিলীপ ঘোষ ক্ষমা চেয়েছেন, সে প্রশ্ন করেন কুণালবাবু।

[আরও পড়ুন: বীরভূম থেকেই নিয়ন্ত্রিত হত মুর্শিদাবাদের গরু পাচারচক্র! অনুব্রতকে জেরা করে দাবি সিবিআইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার