অংশুপ্রতিম পাল, খড়গপুর: ফের বেলাগাম দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে সভা করতে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির গাড়ি আটকায় কিছু তৃণমূল সমর্থক। মঙ্গলবার সভামঞ্চে দাঁড়িয়ে তাঁদের হুমকি দিলেন তিনি। বললেন, “এরপর থেকে খবরদার বিজেপির (BJP) গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে গেলে বাবা-মার কোল খালি হয়ে যাবে।” স্বাভাবিকভাবেই দিলীপের এহেন মন্তব্য তীব্র সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার কেশিয়াড়িতে প্রতিবাদ সভায় যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সভায় যাওয়ার পখে তাঁর রাস্তা অবরোধ করেন কিছু তৃণমূল (TMC) কর্মী। এদিন সকালেও তাঁকে লক্ষ্য করে গোব্যাক স্লোগান দেওয়া হয়। সভামঞ্চ থেকে তাঁদের হুমকি দিলেন দিলীপ। এবার সরাসরি বিক্ষোভকারীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। তাঁর কথায়, এটা আমাদের জমানা। খুব সাবধান। কাউকে ছেড়ে কথা বলব না।” বিক্ষোভকারীরা বিজেপি নেতাদের গাড়ির সামনে এলে চাপা পড়তে পারেন বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। দিলীপের আরও সংযোজন, “এলআইসি করিয়ে (গাড়ির সামনে) আসবেন।”
[আরও পড়ুন: আয় বাড়াতে নয়া পন্থা, এবার সরকারি উদ্যোগে জেলায়-জেলায় খুলবে মদের দোকান]
সমালোচকরা বলছেন, এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির কথা শুনে লখিমপুর খেরির মর্মান্তিক ঘটনার কখা মনে পড়ে যাচ্ছে। যেখানে কৃষি আইনবিরোধী আন্দোলনকারীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। তাহলে কি এবার থেকে বিক্ষোভকারীদের সঙ্গে এরকমই আচরণের ইঙ্গিত দিয়ে রাখলেন দিলীপ, উঠছে প্রশ্ন।