মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: পথ দুর্ঘটনায় প্রাণ গেল বিজেপির তমলুক জেলা সংগঠনের সদস্য অমল মাইতির। শনিবার রাতে ৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বানিতলার কাছে দুর্ঘটনাটি ঘটে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মাত্র ৪০ বছর বয়সে প্রাণ গেল তাঁর।
শনিবার রাতে দক্ষিণেশ্বরের আলমবাজার থেকে একটি পিকআপ ভ্যানে করে পারিবারিক ব্যাবসার জিনিসপত্র নিয়ে অমল মাইতি কোলাঘাটে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও সাত-আটজন। রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ বানিতলার কাছে পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মারে। তারপর জাতীয় সড়কে উলটে যায়। তাতেই গুরুতর চোট পান অমল মাইতি-সহ বাকি যাত্রীরা।
[আরও পড়ুন: ভাঙা হবে বাড়ি, শেষবেলায় জিনিসপত্র গুছিয়ে ঘর ছাড়ার প্রস্তুতি বউবাজারে বাসিন্দাদের]
দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই স্থানীয় লোকজন জড়ো হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অমল মাইতি-সহ আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, অমল মাইতির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ময়নাতদন্তের পরই তাঁর শেষকৃত্য হবে।
অমল মাইতির মৃত্যুর খবর পাওয়ার পরই তমলুক ও উলুবেড়িয়ার বিজেপি নেতারা ওই হাসপাতালে যান।বিজেপি নেতার অকালপ্রয়াণ মানতে পারছেন না কেউই। চোখের জলে ভাসছেন তাঁর আত্মীয় পরিজনেরা। দলীয় নেতানেত্রীরাও কঠিন বাস্তবকে মানতে পারছেন না। কান্নায় মুখর প্রত্যেকেই। দেহ এলাকায় ফেরার অপেক্ষায় বিজেপি নেতার পরিচিতরা।