সম্যক খান, মেদিনীপুর: “বিজেপির ভারচুয়াল মিটিংয়েই তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে। বুঝে গিয়েছে যে, ওদের বিনাশ আসন্ন। তাই তারা নানাভাবে হুমকি দিচ্ছে,” মেদিনীপুর থেকে এভাবেই শাসকদলকে বিঁধলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। আমফানের (Amphan) ত্রাণ-সহ একাধিক ইস্যুতে কাঠগড়ায় তুললেন রাজ্যকে। শাসকদলের জন্য ক্ষতিগ্রস্তদের এই দুর্ভোগ বলেও অভিযোগ করেন তিনি।
জানা গিয়েছে, দলীয় কর্মসূচিতে যোগ দিতেই রবিবার পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সেখান থেকেই তৃণমূলকে একহাত নেন তিনি। বলেন, “তৃণমূলীরা ভয় পেয়েছে, তাই করোনার অজুহাত দিয়ে বিজেপিকে রাস্তায় নামতে বাধা দিচ্ছে। অথচ তৃণমূল মিছিল-মিটিং সব করছে করোনা কোনওরকম বিধি নিষেধ উপেক্ষা করেই। এই দ্বিচারিতা মানুষ মেনে নেবে না।” আনলক ওয়ান প্রসঙ্গেও শাসকদলকে তোপ দাগেন তিনি। বলেন, “কোনওরকম পরিকল্পনা ছাড়াই লকডাউন জারি ও শিথিল হচ্ছে। সাধারণ মানুষ বিপদে পড়ছে।”
[আরও পড়ুন: পঞ্চভূতে বিলীন কাশ্মীরে শহিদ জওয়ান শ্যামল, চোখের জলে ঘরের ছেলেকে বিদায় দিল সবং]
এদিন মেদিনীপুর থেকে আমফানের ত্রাণে দুর্নীতি ও দলবাজি প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন রাহুল সিনহা। বলেন, “তৃণমূলের নেতারা নিজেরাই ত্রাণের টাকা লুঠ করেছেন। চাপে পড়ে অনেকে আবার তা ফেরতও দিচ্ছেন।” সরকারি নির্দেশিকা অনুযায়ী বিডিও অফিসগুলিতে কেন ত্রাণ প্রাপকদের তালিকা টাঙানো হচ্ছেন না সেই প্রশ্নও তোলেন তিনি। প্রসঙ্গত, করোনা আবহে দীর্ঘদিন মিটিং-মিছিল বন্ধ রাখা হয়েছিল। থমকে গিয়েছিল জনসংযোগ। পরবর্তীতে আসন্ন নির্বাচনের কথা ভেবে ভারচুয়াল সভার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।
[আরও পড়ুন: মাংসের লোভ দেখিয়ে কুকুরকে ডেকে কোপাল কোচবিহারের যুবক, ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা]
The post ‘ভারচুয়াল সভা দেখে তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে’, কটাক্ষ রাহুল সিনহার appeared first on Sangbad Pratidin.