ধনরাজ ঘিসিং, দার্জিলিং: বদলি করায় খেপে দার্জিলিং জেলা হাসপাতালের সহকারী সুপারের উপরে খুকরি নিয়ে হামলার অভিযোগ হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওই ঘটনার জেরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জখম সহকারী সুপার উজ্জ্বল দে-কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালের আইসিইউ-এ ভর্তি করানো হয়েছে। মাথায় চারটি সেলাই পড়েছে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জিটিএ-র স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সভাসদ রাজেশ চৌহান। তিনি বলেন, "এই অরাজকতা চলবে না। আমি পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছি।"

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে হাসপাতালে ঢোকার সময় পিছন দিক থেকে খুকরি দিয়ে সুপারের মাথায় আঘাত করেন স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ রাই। সুপার কোনওমতে নিজেকে সামলে হাসপাতাল চত্বরের রাস্তায় বসে পড়েন। আচমকা এমন ঘটনায় হতচকিত হলেও অপেক্ষারত রোগীর পরিবারের লোকজন দৌড়ে স্বাস্থ্যকর্মীকে ঝাপটে ধরে ফেলেন। শুরু হয় হইচই। অন্য স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সহকারী সুপারকে উদ্ধার করে হাসপাতালের ভিতরে নিয়ে যান। তার মাথায় সেলাই করে আইসিইউ-এ ভর্তি করানো হয়।
জানা গিয়েছে, কয়েকদিন আগে সহকারী সুপার স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ রাইকে হাসপাতালের এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করেন। এদিন সম্পূর্ণ দাবি করে, ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সে এদিন সহকারী সুপারের উপর হামলা করে। জিটিএ-র স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সভাসদ বলেন, "এটা কোনও যুক্তি হতে পারে না। ওই স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী হামলা চালিয়েছে। জিটিএ-র তরফে আমরা উপযুক্ত শাস্তি চেয়েছি।" আতঙ্কে হাসপাতাল সুপার কোনও বক্তব্য জানাতে অস্বীকার করেন।