সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই দলবদল করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কাঁথির শান্তিকুঞ্জেও তিনি ফুটিয়েছেন পদ্ম। তাঁর হাত ধরেই বাংলায় গেরুয়া ঝড় উঠবে বলে বারবারই আশার সুর শোনা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায়। এবার পালটা দিলীপ ঘোষের উপর আস্থা রাখলেন শুভেন্দু। কাঁধে কাঁধ মিলিয়ে বিধানসভা নির্বাচনে বাংলা দখলের আশাপ্রকাশ করেন তিনি।
ছোট আঙারিয়া দিবসে গড়বেতায় (Garhbeta) সভা করেন শুভেন্দু অধিকারী। তারই পালটা এদিন মানস ভুঁইঞার নেতৃত্বে সভা রয়েছে তৃণমূলের। দলবদলের পর ইদানীং যেখানে সভা করেছেন তিনি সেখানেই অনুষ্ঠানের পরিকল্পনা করেছে শাসক শিবির। সেই প্রসঙ্গ টেনে সোমবারের সভামঞ্চ থেকে শাসকদল তৃণমূলকে তোপ দাগেন অধিকারী পরিবারের মেজো ছেলে। তিনি বলেন, “যত একদিনে দু’টো সভা করবেন, ততই মোবাইলে লাইভ খুলে মানুষ দেখবেন তৃণমূল আর বিজেপির সভায় কত ভিড় হল।”
[আরও পড়ুন: জমি দখলের প্রতিবাদ করায় প্রহৃত ক্যানসার আক্রান্ত পেট্রোল পাম্প মালিক, কাঠগড়ায় তৃণমূল]
ফিরহাদ হাকিম, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেছেন তাঁরা। গড়বেতার সভা থেকে সেই ইস্যুতে সুর চড়ান শুভেন্দু। দাবি, ৩০ মিনিটের বক্তৃতার মধ্যে কমপক্ষে উনত্রিশ মিনিট তাঁকে নিয়ে কথা বলছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। শাসক শিবিরকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলেও তোপ দেগেছেন প্রাক্তন মন্ত্রী। আমফানের (Amphan) ক্ষতিপূরণ হোক কিংবা বালি খাদান সব কিছু থেকেই তৃণমূল নেতা-কর্মীরা কাটমানি নেন বলেই অভিযোগ। যুব তৃণমূল নেতা-কর্মীদের সংজ্ঞা আগেই দিয়েছিলেন। এদিনের গড়বেতার সভা থেকে তৃণমূল নেতাদের সংজ্ঞা দিলেন শুভেন্দু। বলেন, “রেমন্ডসের পোশাক, হাতে দামি দামি ঘড়ি, বাচ্চার জন্মদিনে ৫ লক্ষ আর মেয়ের বিয়েতে কোটি টাকা খরচ করে এই লোকগুলো তৃণমূল করে।”
উন্নয়নের জন্য বাংলাকে মোদির (Narendra Modi) হাতে তুলে দেওয়ার আরজি শুভেন্দুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’ বলেও বিঁধলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে রাজ্যের কৃষকদের বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপি। সেই ইস্যুতেও এদিন আরও একবার শান দেন বর্তমান বিজেপি নেতা শুভেন্দু। তাঁর আক্রমণের পালটা কোনও প্রতিক্রিয়া এখনও তৃণমূলের তরফে পাওয়া যায়নি।