shono
Advertisement

BJP ছেড়ে তৃণমূলে যাচ্ছেন Chandana Bauri? ‘দ্বিতীয় বিয়ে’নিয়ে টানাপোড়েনের মাঝেই তুঙ্গে জল্পনা

এ বিষয়ে কী বললেন বিধায়ক চন্দনা বাউড়ি?
Posted: 05:20 PM Sep 06, 2021Updated: 10:38 PM Sep 06, 2021

টিটুন মল্লিক, বাঁকুড়া: শালতোড়ার (Saltora) বিজেপি বিধায়কের ‘দ্বিতীয় বিয়ে’র জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ফেসবুক লাইভে ‘দ্বিতীয় স্বামী’ কৃষ্ণ কুণ্ডু জোর গলায় বলেছেন, দলকে শিক্ষা দিতেই একাজ করেছেন তাঁরা। এসবের মাঝে শোনা যাচ্ছে, এবার তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি (Chandana Bauri)। যদিও এই জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছেন বিধায়ক।

Advertisement

প্রার্থী হওয়ার পরই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বাঁকুড়ার শালতোড়ার অত্যন্ত দরিদ্র পরিবারের চন্দনা বাউড়ি। প্রার্থী হয়েই বিজেপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। কোমর বেঁধে নেমেছিলেন ভোটের কাজে। দরিদ্র পরিবারের বধূ চন্দনার লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন সকলেই। বিপুল ভোটে জয়ী হন তিনি। এক চিলতে ঘর থেকে বিধানসভা, কার্যত সিনেমার মতো বদলে যায় চন্দনার জীবন। তবে মাত্র কয়েকমাসেই ছন্দপতন।

[আরও পড়ুন:ফের মাওবাদী আতঙ্ক পুরুলিয়ায়, মহকুমাশাসক ও IC-কে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার ]

বিধায়ক হওয়ার সাড়ে তিনমাসের মাথায় বিতর্কে জড়িয়ে পড়েন চন্দনা বাউড়ি। আগস্ট মাসে অভিযোগ ওঠে, স্বামী-সন্তানকে ছেড়ে বিজেপি কর্মী তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেছেন চন্দনা। তিনি অভিযোগ অস্বীকার করলেও ‘দ্বিতীয় স্বামী’ কৃষ্ণ (krishna Kundu) নাছোড়বান্দা। তিনি বারবার দাবি করেছেন, চন্দনা তাঁর বিবাহিত স্ত্রী। ফেসবুক লাইভে সুভাষ সরকার-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি দাবি করেছেন যে, দলকে শিক্ষা দিতেই এই সিদ্ধান্ত।

কৃষ্ণ কুণ্ডু ও চন্দনা বাউরি।

কৃষ্ণ কুণ্ডুর মনে যে বিজেপির প্রতি তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তাঁর সূত্র ধরেই চন্দনা বাউড়িও (Chandana Bauri) বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন বলেই খবর। যদিও বিষয়টি সম্পূর্ণ ভিত্তীহীন বলেই দাবি শালতোড়ার বিধায়কের। তাঁর দাবি, দলের তরফে তাঁকে কোণঠাসা করা হলেও তিনি বিজেপিতেই থাকবেন। যদিও বাঁকুড়া বিজেপির একাংশের দাবি, সম্পর্ক নিয়ে টানাপোড়েনের কারণেই যে কোনও মুহূর্তে তৃণমূলে যোগ দিতে পারেন চন্দনা। তবে জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল সাঁতরা জানিয়েছেন, কোনও পরিস্থিতিতেই চন্দনা বাউড়িকে দলে নেওয়া হবে না। সত্যিই কি দল বদলাবেন চন্দনা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

[আরও পড়ুন: অনন্য প্রতিভা, মাত্র ২৫ মিনিটে তালপাতায় মুখ্যমন্ত্রীর ক্ষুদ্রতম ছবি এঁকে রেকর্ড শিল্পীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার