সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে দেশজুড়ে জমজমাট দলবদলের বাজার। অধিকাংশ ক্ষেত্রে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার হিড়িক। মঙ্গলবারই বিজেপিতে যোগ দিয়েছেন শিবু সোরেনের পুত্রবধূ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেন। যদিও এই ঘটনা বিপরীত। লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডে (Jharkhand) এবার বিজেপির ঘর ভাঙল কংগ্রেস (Congress)। বুধবার পদ্ম ছেড়ে ‘হাত’ ধরলেন রাজ্যের মান্ডু কেন্দ্রের বিধায়ক জয়প্রকাশ ভাই প্যাটেল। দিল্লিতে ছিল এই যোগদান পর্ব। যেখানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর, চম্পই সোরেন মন্ত্রিসভার সদস্য আলমগির আলম এবং প্রবীণ নেতা পবন খেরা।
জয়প্রকাশ ভাই প্যাটেলের রাজনৈতিক যোগ শক্তপোক্ত। জয়প্রকাশের বাবা প্রয়াত টেকলাল মাহাতো। যিনি ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JJM)-র প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। ২০১৪ সালে পিতার ছেড়ে যাওয়া মান্ডু আসনে ভোটে দাঁড়ান জয়প্রকাশ এবং নির্বাচিত হন। পরে দলবদলে যান বিজেপিতে। এবার গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। বুধবার পুরনো দল ছাড়ার কারণও জানিয়েছেন ঝাড়খণ্ডের নেতা।
[আরও পড়ুন: অযথা বিতর্ক তৈরির চেষ্টা! নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে জবাব কেন্দ্রের]
জয়প্রকাশের দাবি, বিজেপি বা এনডিএ জোটে পিতার আদর্শের প্রতিফলন দেখতে পাননি তিনি। সেই কারণেই পদ্মশিবির ছেড়ে ঝাড়খণ্ডে বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসে যোগ দিয়েই জয়প্রকাশ দাবি করেছেন, ঝাড়খণ্ডের ১৪টি লোকসভা আসনেই জিতবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বাস্তব চিত্র অবশ্য কদিন পর পাওয়া যাবে। ১৩ মে থেকে ১ জুন পর্যন্ত মোট চার দফায় ভোট হবে ঝাড়খণ্ডে।