সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ বেঙ্গালুরুর এক প্রযুক্তি কর্মী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। সেই সঙ্গে তাঁদেরও ঝুলন্ত দেহ উদ্ধারের পর পুলিশের অনুমান, তাঁরা আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম অনুপ কুমার। তাঁর স্ত্রী রাখি। তাঁদের দুই সন্তানের মধ্যে একজনের বয়স ৫। অন্যজনের বয়স ২। তাঁরা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে থাকতেন। চাকরিসূত্রে অনুপ বেঙ্গালুরুতে চলে আসেন সপরিবারে। সোমবার সকালে তাঁদের বাড়ির কাজের লোক এসে দরজায় কড়া নাড়লেও দেখা যায় কেউই কোনও সাড়াশব্দ করছেন না। এরপর কিছুটা সময় ধরে দরজা ধাক্কা দিয়ে তিনি প্রতিবেশীদের সে সম্পর্কে জানান। খবর যায় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখতে পায় ঘরের ভিতরে চারজনের দেহ পড়ে রয়েছে।
কিন্তু কেন এমন পথ বেছে নিলেন ওই দম্পতি? এই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানা যায়নি। তবে ওই বাড়ির পরিচারিকার দাবি. দম্পতির মেয়ে অণুপ্রিয়া বিশেষ চাহিদাসম্পন্ন। তাকে নিয়ে অনুপ ও রাখি অবসাদে ভুগতেন। কিন্তু সম্প্রতি তাঁরা খুবই আনন্দে থাকতেন বলেই দাবি। এমনকী সপরিবারে পুদিচেরিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। রবিবার সমস্ত প্যাকিং হয়েও যায়। কিন্তু তারপরই কী করে এমন চরম পথ বেছে নিলেন তাঁরা, তা বোধগম্য হচ্ছে না এলাকার বাসিন্দাদের। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট আবিষ্কৃত হয়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।