shono
Advertisement
Kaziranga

গাড়ি থেকে ছিটকে গণ্ডারের সামনে পড়লেন মা-মেয়ে! হাড়হিম কাণ্ড কাজিরাঙায়

গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Published By: Amit Kumar DasPosted: 04:38 PM Jan 06, 2025Updated: 04:38 PM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর কাণ্ড অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কে। জঙ্গল সাফারিতে গিয়ে গাড়ি থেকে ছিটকে একেবারে গণ্ডারের সামনে পড়লেন এক মহিলা ও তাঁর মেয়ে। নিতান্ত কপালজোরে শেষ পর্যন্ত রক্ষা পান দুজনই। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জানা গিয়েছে, এই ঘটনা ঘটে ঘটেছে কাজিরাঙার বাগোরি রেঞ্জে।

Advertisement

একশৃঙ্গ গণ্ডারের একমাত্র অভয়ারণ্য এই কাজিরাঙা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জিপে চড়ে জঙ্গল সাফারি করছিলেন একদল পর্যটক। রাস্তার উপর গণ্ডার দেখে গাড়ি থামিয়ে ছবি তুলতে শুরু করেন তাঁরা। ঠিক সেই সময় পর্যটকদের গাড়িগুলির একটি ডানদিকে মোড় ঘুরে সজোরে ছুটে যাওয়ার চেষ্টা করে। গাড়িটি হঠাৎ এভাবে গতি নেওয়ায় বেসামাল হয়ে গাড়ি থেকে ছিটকে পড়েন দুজন। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। এদিকে রাস্তার উপর তখন মৃত্যুদূতের মতো দাঁড়িয়ে রয়েছে দুটি গণ্ডার। রাস্তায় পড়ে আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি শুরু করেন দুজন।

তবে সামনে গণ্ডার দাঁড়িয়ে থাকায় তাঁদের সাহায্য করতে এগিয়ে আসতে পারেনি কেউ। অন্য একটি গাড়ি তাঁদের দিকে আসার চেষ্টা করলে একটি গণ্ডার গাড়িটির দিকে তেড়ে যায়। যদিও বরাত জোরে গণ্ডারের হামলার মুখে পড়তে হয়নি ওই দুজনকে। গণ্ডারটি অন্য একটি গাড়ির দিকে তেড়ে গেলে সেই সুযোগে তাড়াতাড়ি নিজেদের গাড়িতে উঠে পড়েন তাঁরা।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা। তবে এই ধরনের ঘটনা এই প্রথমবার নয়, এর আগেই জঙ্গল সাফারির সময় এমন দুর্ঘটনা প্রকাশ্যে এসেছে। বারবার সরকারের তরফে সাফারি কর্তৃপক্ষ ও পর্যটকদের সতর্ক করা হয়েছে সরকারের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জঙ্গল সাফারিতে গিয়ে গাড়ি থেকে ছিটকে একেবারে গণ্ডারের সামনে পড়লেন এক মহিলা ও তাঁর মেয়ে।
  • নিতান্ত কপালজোরে শেষ পর্যন্ত রক্ষা পান দুজনই।
  • গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Advertisement