shono
Advertisement

বিস্ফোরক অডিও ক্লিপ ফাঁস বিজেপি বিধায়ক দানার, অস্বস্তিতে গেরুয়া শিবিরই

গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি।
Posted: 09:48 PM Feb 28, 2024Updated: 11:56 PM Feb 28, 2024

টিটুন মল্লিক, বাঁকুড়া: দুর্নীতি ও তোলাবাজিতে যুক্ত সুভাষ সরকার! কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। নীলাদ্রিশেখর দানার একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। তাতেই এমন বিস্ফোরক অভিযোগ শোনা গিয়েছে। যদিও কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে এই কল রেকর্ডিং নিয়ে ইতিমধ্যে গেরুয়া শিবিরে জোর শোরগোল।

Advertisement

ফাঁস হওয়া কল রেকর্ডিংয়ের একেবারে শুরুতে নীলাদ্রিশেখর দানাকে বলতে শোনা যায়, ‘‘এ রাজ্যে দল এখন বিদ্যার্থী পরিষদ লাইনে চলছে। তাই বাচ্চা-বাচ্চা ছেলেদের সংগঠনের পদে বসিয়ে দেওয়া হয়েছে। সাংগঠনিক দক্ষতা যাদের আছে, তাদের কিছু জানতে দেওয়া হচ্ছে না।’’ সুভাষ সরকারের বিরুদ্ধে নীলাদ্রিশেখর দানা কার্যত একহাত নেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের সাংসদ তথা মন্ত্রী চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে পর্যন্ত তোলা আদায় করেন। ভদ্রতার মুখোশের আড়ালে তিনি সর্বত্রই এমনটা করে চলেছেন।’’ কল রেকর্ডিংয়ের একেবারে শেষে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও তোপ দাগে নীলাদ্রিশেখর দানা। বলেন, ‘‘শুধু মোদীর হাওয়ায় ভোট জেতা যাবে না। ভোটে জিততে হলে কর্মীদের চাই। সুকান্ত মজুমদার বাঁকুড়ার মাটিকে কতটা চেনেন? কবার তিনি বাঁকুড়ায় এসেছেন?’’ 

[আরও পড়ুন: ঝাড়খণ্ডের জামতাড়ায় বড়সড় রেল দুর্ঘটনা, অন্তত ১২ জনকে পিষে দিল ট্রেন]

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে প্রার্থী নির্বাচন নিয়ে ওই কল রেকর্ডিংয়ে কথা বলতে শোনা গিয়েছে বাঁকুড়ার বিজেপি বিধায়ককে। তিনি বলেন, ‘‘একবার শুধু নীলাদ্রির নামটা ঘোষণা হয়ে যাক। তার পর পাগলা ভোট হবে। কিন্তু সে জায়গায় লকেট বা সুভাষদাকে দিলে (প্রার্থী করলে) কর্মী খুঁজে পাওয়া যাবে না।’’

একে গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি। বার বার তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। সুভাষ সরকারের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভে শামিল হতে দেখা গিয়েছে বিজেপির কর্মীদের। এবার সুভাষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন দলেরই বিধায়ক। লোকসভা নির্বাচনের আগে যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে শুরু জোর চর্চা।

[আরও পড়ুন: ২০১৪-র ভোটে তৃণমূলের অ্যাকাউন্টে ‘গরমিল’! অরূপ বিশ্বাসকে তলব ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার