গোবিন্দ রায়: শিক্ষক এবং পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে আগেই। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ বহু হেভিওয়েট নেতা-মন্ত্রী জেলবন্দি। তারই মাঝে এবার পুরুলিয়া গ্রামীণ পাবলিক লাইব্রেরিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ। সুবিচারের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত-সহ চাকরিপ্রার্থীরা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারীরা।
গত বছরের আগস্টে পুরুলিয়া গ্রামীণ পাবলিক লাইব্রেরীর ৩০ শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষায় বসেছিলেন ১৩৪ জন পরীক্ষার্থী। তিন ধাপে পরীক্ষা হয়। প্রথমে লিখিত, তার পর কম্পিউটার এবং শেষে ইন্টারভিউ হয়। মামলাকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, লিখিত এবং কম্পিউটার পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং কাট অফ মার্কস সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে ইন্টারভিউর জন্য কোনও চূড়ান্ত তালিকা এবং ওয়েটিং লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। অথচ রাতারাতি ২৯ জনকে ব্যক্তিগত মেলে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: এক দেশ, এক আইন! ইতিহাস গড়ে উত্তরাখণ্ডে পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল]
সেই সঙ্গে মামলাকারী চাকরিপ্রার্থীরা এই নিয়োগে স্বজনপোষণের অভিযোগও তুলেছেন। ইন্টারভিউ প্যানেলে থাকা এক আধিকারিকের ছেলেও নিয়োগপত্র পেয়েছেন বলে তাঁদের অভিযোগ। চূড়ান্ত তালিকা প্রকাশ করে স্বচ্ছভাবে নিয়োগ এবং নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর নেতৃত্বে বঞ্চিত চাকরিপ্রার্থীরা কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন।