shono
Advertisement

‘রাজ্যপাল দক্ষ প্রশাসক’, শুভেন্দুর উলটো সুর দিলীপের গলায়, ফের প্রকাশ্যে দ্বন্দ্ব?

রাজ্যপাল প্রসঙ্গে কী বলেছিলেন শুভেন্দু?
Posted: 11:49 AM Apr 07, 2023Updated: 12:19 PM Apr 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আলাদা সুর দিলীপ ও শুভেন্দুর গলায়। রাজ্যপালের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন দিলীপ ঘোষ। বললেন, “রাজ্যপাল দক্ষ প্রশাসক।” যদিও গত কয়েকদিন ধরে বিরোধী দলনেতার গলায় শোনা গিয়েছে অন্য সুর। এর ফলে ফের প্রকাশ্যে চলে এসেছে দু’জনের দ্বন্দ্ব।

Advertisement

বিষয়টা ঠিক কী? গতকাল কলকাতা সফরে বেরিয়ে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সঙ্গে ছিল রাজ্য পুলিশ। রাজ্যপালের এই সফরকে মোটেও ভালভাবে নেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি দাবি করেছিলেন, কলকাতার সিপি বিনীত গোয়েলের কথায় কাজ করছেন রাজ্যপাল। গোপালকৃষ্ণ গান্ধী, জগদীপ ধনকড়ের কথা স্মরণ করে শুভেন্দু বলেন, “বর্তমান রাজ্যপালকে এখনও ওনাদের মতো ভূমিকায় দেখা যায়নি। উনি যদি সত্যিই মানুষের পরিস্থিতি বুঝতে চান, তাহলে রাজ্য পুলিশ নয়, সিআইএসএফ নিয়ে আচমকা কলকাতার রাস্তায় নামুন। তাহলেই সবটা বুঝতে পারবেন।” অর্থাৎ রাজ্যপালের ভূমিকায় মোটেও খুশি নন শুভেন্দু।

[আরও পড়ুন: বাংলার মুকুটে নয়া পালক, দেশের সেরা ‘বিদ্যুৎ উন্নয়ন নিগম’, টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর]

কিন্তু একেবারেই উলটো সুর দিলীপ ঘোষের। শুক্রবার প্রাতঃভ্রমণে বেড়িয়ে তিনি বললেন, “এখন এটা চল হয়ে গিয়েছে যে রাজ্যপালের বিরোধিতা করো। এ রাজ্যে এটা খুব হয়। দু’পক্ষ ভাগ হয়ে যায়। আমি প্রথমেই বলেছি, রাজ্যপাল নিরপেক্ষভাবে সংবিধানের পক্ষে কাজ করবেন। নতুন এসেছেন। তার মতো দক্ষ মানুষ খুব কম এসেছেন। সময় লাগবে। উনি ডান দিকে পা রাখলে ওরা চেচাচ্ছে। বাঁদিকে পা রাখলে এরা চেচাচ্ছে। তিনি যেটা শুরু করেছেন, অন্যরা যখন বিভিন্ন ঘটনায় রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত, তখন সফর কাটছাঁট করে উনি উপদ্রুত জায়গায় গিয়েছেন। ব্যক্তিগত ভাবে খোঁজখবর নিয়েছেন। কাল পুজো দিয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে পরিস্থিতি দেখেছেন। প্রশাসক এরকমই হওয়া উচিৎ। কান দিয়ে নয়। চোখ দিয়ে দেখা উচিৎ।”

[আরও পড়ুন: এবার শুনানির সরাসরি সম্প্রচার দেখবেন সাধারণ মানুষ, যুগান্তকারী পদক্ষেপ হাই কোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement