সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে রহস্যমৃত্যু বিজেপি সাংসদ রামস্বরূপ শর্মার (Ram Swaroop Sharma)। রাজধানীর নর্থ অ্যাভিনিউ এলাকায় নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় ওই সাংসদের দেহ। এই ঘটনার ফলে বাতিল করা হয়েছে বিজেপির সংসদীয় দলের বৈঠক।
[আরও পড়ুন: নমাজ পড়তে যাওয়ার পথে মহিলার অন্তর্বাস চুরি! ভাইরাল উত্তরপ্রদেশের যুবকের কীর্তি]
দিল্লি পুলিশ সূত্রে খবর, আত্মহত্যা করেছেন সাংসদ শর্মা। যদিও ময়নাতদন্তের পর গোটা বিষয় পরিষ্কার হবে। এদিকে, সাংসদের এহেন মৃত্যুতে রীতিমতো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। হত্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ১৯৫৮ সালে হিমাচল প্রদেশের মান্ডিতে জন্মগ্রহণ করেন রামস্বরূপ শর্মা। ২০১৪ সালে মান্ডি থেকেই লোকসভার সদস্য হন তিনি। ২০১৯ সালেও নিজের আসন ধরে রাখতে সক্ষম হন তিনি। বিদেশমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন সাংসদ শর্মা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকায় একটি হোটেলে মৃত অবস্থায় উদ্ধার হয় কেন্দ্রশাসিত দাদরা ও নগরহাভেলির সাংসদ মোহন দেলকারের দেহ। সুইসাইড নোটে একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি।
এদিকে, সাংসদের মৃত্যুর ফলে বাতিল করা হয়েছে বিজেপির সংসদীয় দলের বৈঠক। সংশয় দেখা দিয়েছে বাংলার নির্বাচন নিয়ে হতে চলা দলীয় বৈঠক নিয়েও। যদিও সূত্রের খবর, পশ্চিমবঙ্গে নির্বাচনী কৌশল ঝালিয়ে নিতে কোর কমিটির বৈঠক পিছিয়ে দিতে নারাজ গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। ইতিমধ্যে বাংলা থেকে ডোলের একাধিক নেতারা রাজধানীতে হাজির হয়েছেন।