সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর তাণ্ডবের পরেও বৃহস্পতিবার নবান্ন পর্যন্ত পৌঁছতে পারেননি বিজেপি নেতাকর্মীরা। যদিও গেরুয়া শিবির তাদের অভিযান ‘সফল’ বলেই দাবি করেছে। তাঁদের আরও দাবি, পুলিশ তাঁদের উপর রীতিমতো নৃশংস হামলা চালিয়েছে। শুধু নবান্ন (Nabanna) অভিযানের সময়ই নয় রাতে জোড়াসাঁকো থানায় এফআইআর করতে গিয়েও হেনস্তার শিকার হয়েছেন বলেই দাবি বিজেপি নেতৃত্বের। ইতিমধ্যেই থানার ভিতরে রেকর্ড করা একটি ভিডিও টুইট করেছেন তাঁরা। এছাড়াও তাঁরা স্থির করেছেন বাংলার পুলিশের বিরুদ্ধে সংসদে অভিযোগ জানানো হবে।
বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya) নবান্ন অভিযানের পর সাংবাদিক বৈঠকেই পুলিশকে একহাত নেন তিনি। পুলিশ কার্যত তাদের উপর শক্তি প্রদর্শন করেছে বলেই অভিযোগে সরব হয়েছেন তিনি। তারপর রাতে জোড়াসাঁকো থানাতে গিয়েও কোনও প্রতিকার মেলেনি বলেই অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে ভিডিও টুইট করেন তিনি। পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ তোলেন তেজস্বী।
এছাড়া তিনি জানান, সাংসদ নিশীথ প্রামাণিক, জ্যোতির্ময় সিং মাহাতো পুলিশের বিরুদ্ধে লোকসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ জানাবেন। সংসদে অভিযোগের জেরে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের তলব করতে পারেন অধ্যক্ষ। যার জেরে তাঁদের হাজিরা দিয়ে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হতে পারে।
[আরও পড়ুন: পুজোয় তীব্র যানজটের আশঙ্কা, ভিড় নিয়ন্ত্রণে কলকাতার ১২টি জোনে নজরদারি চালাবে পুলিশ]
তবে গেরুয়া শিবির যতই অসন্তুষ্ট হোক না কেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। উর্দিধারীরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন বলেই জানিয়েছেন তিনি। এদিকে, বৃহস্পতিবারই একটি ভিডিও টুইট করেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। তাতে দেখা গিয়েছে একজন বিজেপি কর্মী নিজেই নিজের পোশাক ছিঁড়ছেন। কেন নিজেই নিজের পোশাক ছিঁড়ছেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
ওয়াকিবহাল মহলের দাবি, নবান্ন অভিযান নিয়ে যে রাজনীতির অলিন্দে উত্তেজনার পারদ যে এতটুকুও কমেনি তা একের পর টুইট যুদ্ধেই তার প্রমাণ মিলছে।