বিক্রম রায়, কোচবিহার: ফের বাগযুদ্ধে জড়ালেন নিশীথ-উদয়ন। এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ‘ফুটো মস্তান’, ‘গব্বর’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। পালটা দিলেন উদয়ন গুহ। প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে।
বৃহস্পতিবার রাতে কোচবিহারের দিনহাটায় সভার আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। সেখানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখান থেকেই চাঁচাছোলা ভাষায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে আক্রমণ করেন তিনি। উদয়ন গুহকে নাম না করে ফুটো মস্তান, দিনহাটার গব্বর বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “উনি মাঝে মাঝে আমার বাড়ির ওদিকে যান। ব্লকের নেতাদের নিয়ে গিয়ে সভা করে উস্কানিমূলক মন্তব্য করেন।”
[আরও পড়ুন: প্রাণের ঝুঁকি নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া, রানাঘাটের সেই পুলিশকর্মীকে বীরের সম্মান দেবে রাজ্য]
কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ উদয়ন গুহ। তিনি বলেন, “যার শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে। যার চরিত্রই দ্বিচারিতা করা, তাঁর কথায় বেশি গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই।” প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বাকবিতণ্ডায় জড়িয়েছেন উদয়ন-নিশীথ। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি।