shono
Advertisement

বাংলার বিজেপি সাংসদদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, প্রাতঃরাশে ডাকলেন নিজের বাসভবনে

বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা।
Posted: 06:58 PM Mar 28, 2022Updated: 08:17 PM Mar 28, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাংলার বিজেপি সাংসদদের (BJP MP) নিজের বাসভবনে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বুধবার সকাল সাড়ে ৮টায় তাঁদের ডেকে পাঠিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতঃরাশের কথা সাংসদদের। বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা। 

Advertisement

সোমবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানান, “আগামী বুধবার প্রধানমন্ত্রী বাংলার ১৭ জন বিজেপি সাংসদকে দিল্লিতে নিজের বাসভবনে ডেকে পাঠিয়েছেন। সকলেই ওই বৈঠকে অংশ নেবেন। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বাংলার বিজেপি সাংসদদের মুখ থেকে শুনবেন।”

গত ২১ মার্চ রাতে খুন হন রামপুরহাটের (Rampurhat Incident) বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তারপর বগটুইতে (Bagtui) একের পর এক ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে মোট ৯ জনের। ঘটনার তদন্তে সিট গঠন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী বর্তমানে বগটুই কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে চলছে জিজ্ঞাসাবাদ।

[আরও পড়ুন: বগটুই কাণ্ডের রেশ বিধানসভায়, তৃণমূল-বিজেপির হাতাহাতিতে নাক ফাটল বিধায়কের, ভাঙল চশমাও]

নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রের ফরেনসিক টিম। পুলিশও ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের নথি হস্তান্তর করেছে। এই ঘটনা নিয়ে আপাতত সরগরম রাজনৈতিক মহল। কেন্দ্র ও রাজ্যের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। তার আগে আমতায় ছাত্রনেতা আনিস খান হত্যা কাণ্ড (Anis Khan Murder Case) নিয়েও কম আলোচনা হয়নি। বুধবার বাংলার বিজেপি সাংসদদের কাছ থেকে বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।

এদিকে, সোমবার সকালে রাজ্য বিধানসভায় নজিরবিহীন কাণ্ড ঘটে। তৃণমূল এবং বিজেপি বিধায়ককে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। চুঁচুড়ার বিধায়কের নাক ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর উপর হামলা চালান। বর্তমানে ওই বিধায়ক ভরতি হাসপাতালে। এই ঘটনার দিনই প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন বিজেপি সাংসদরা। তাই এই আমন্ত্রণ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী কী আলোচনা করেন, সেদিকেই নজর সকলের। 

[আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে নোংরা রসিকতা, অস্কার মঞ্চে সঞ্চালককে চড় উইল স্মিথের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement