নন্দিতা রায়,নয়াদিল্লি: সবকিছু ঠিক থাকলে আগামী লোকসভা নির্বাচনে দিল্লির চাঁদনি চক কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন রাজীব হরি ওম ভাটিয়া ওরফে অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউড তারকা অক্ষয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক অত্যন্ত মধুর। মোদির ইচ্ছেতেই বিজেপি অক্ষয়কে চাঁদনি চক থেকে প্রার্থী করার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে বলে সূত্রের খবর। অক্ষয়ের জন্ম ও বেড়ে ওঠা চাঁদনি চক এলাকাতেই। আগে কানাডার নাগরিকত্ব থাকলেও অক্ষয় কিছুদিন আগেই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। গত বছর স্বাধীনতা দিবসের দিন অক্ষয় নিজেই জানিয়েছিলেন, তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ভারতীয় আইন অনুযায়ী তাঁর কানাডার নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে। অক্ষয়কে দিল্লি থেকে প্রার্থী করে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি।
[আরও পড়ুন: ‘আগের রাতেও পরিবারের সঙ্গে গল্প-আড্ডা চলেছে, হঠাৎ…’, রাশিদ প্রয়াণে শোকাহত রুদ্রনীল]
আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সদস্য কংগ্রেস ও আপের মধ্যে দিল্লির সাতটি লোকসভা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হতেই নড়েচড়ে বসেছে বিজেপি। তাদের হাতে থাকা সাতটি আসন ধরে রাখতে মরিয়া তারাও। বিজেপি সূত্রের খবর, দিল্লির লোকসভার প্রার্থী তালিকায় অক্ষয়ের পাশাপাশি আরও কিছু চমক থাকতে পারে। বিজেপি সূত্রের খবর, চাঁদনি চকের দুবারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনকে এবার টিকিট দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। একইভাবে দিল্লি উত্তর-পূর্ব আসনের সাংসদ মনোজ তিওয়ারিকেও দিল্লি থেকে সরিয়ে উত্তরপ্রদেশের কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে। আবার দিল্লি উত্তর-পশ্চিম আসনের বর্তমান সাংসদ গায়ক হংস রাজ হংস যে টিকিট পাবেন না, তা কার্যত নিশ্চিত। বাকিদের মধ্যে পূর্ব দিল্লি আসনের সাংসদ ক্রিকেটার গৌতম গম্ভীর, নিউ দিল্লি আসনের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির ভাগ্য ঝুলে থাকলেও দক্ষিণ দিল্লির সাংসদ রমেশ বিদুরি ও পশ্চিম দিল্লির সাংসদ পরবেশ ভার্মার টিকিট পাওয়া মোটামুটি নিশ্চিত।