shono
Advertisement

ধুলাগড় পরিদর্শনে এবার বিজেপির সংসদীয় দল

খুব শিগগিরই এই দল ধুলাগড় ঘুরে রিপোর্ট পেশ করবে৷ The post ধুলাগড় পরিদর্শনে এবার বিজেপির সংসদীয় দল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:46 AM Dec 23, 2016Updated: 07:57 PM Dec 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রদায়িক অশান্তির জেরে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে হাওড়ার ধুলাগড়৷ তা নিয়ে রাজ্যের শাসকদলকে ক্রমাগত বিঁধছে বিরোধী বিজেপি৷ এবার ধুলাগড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল তৈরি করলেন অমিত শাহ৷

Advertisement

বুধবারই এ বিষয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সচিব৷ তাঁর দাবি ছিল, রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির শক্তিবৃদ্ধির কারণেই অশান্তি বাধাচ্ছে তৃণমূলের সংখ্যালঘু শাখা৷ আক্রান্ত হচ্ছে হিন্দুরা৷ মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ করছেন বলেও অভিযোগ করেন তিনি৷ প্রমাণস্বরূপ টিপু সুলতান মসজিদের ইমামের মন্তব্যকে সামনে আনেন তিনি৷ একই অভিযোগে সরব হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়ও৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হতাশার কারণেই হাওড়া গ্রামীণের এসপিকে সরিয়ে দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আর্জি, কনভয়ের কাচ নামিয়ে মুখ্যমন্ত্রী যেন মানুষের কথা শোনেন৷ এই পরিস্থিতিই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে সক্রিয় হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ ধুলাগড়ের জন্য তিন সদস্যের এক সংসদীয় প্রতিনিধি দল তৈরি করেছেন তিনি৷ খুব শিগগিরই এই দল ধুলাগড় ঘুরে রিপোর্ট পেশ করবে৷

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য একাধিকবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নাম না করেও তিনি বলেন, কোনও কোনও দল রাজ্যে পয়সা দিয়ে অশান্তি বাধাতে চাইছে৷ উল্টোদিকে বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর দ্বিমুখী নীতির ফলেই রাজ্যে অশান্তি বাধছে৷ এই চাপান-উতোরের মধ্যেই অমিত শাহের এই পদক্ষেপ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না৷

এই সংক্রান্ত আরও খবর:

সাতদিন ধরে রণক্ষেত্র ধুলাগড়, আহত অন্তত ২৫
রাজ্যে আক্রান্ত হচ্ছে হিন্দুরা, মমতার হস্তক্ষেপ দাবি বিজেপির
মুখ্যমন্ত্রীর হতাশাতেই হাওড়া গ্রামীণ এসপির অপসারণ, বিস্ফোরক রূপা

The post ধুলাগড় পরিদর্শনে এবার বিজেপির সংসদীয় দল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement