shono
Advertisement

মোদি জমানায় কেন্দ্রের ঋণে শীর্ষে বিজেপি শাসিত রাজ্য, প্রথম পাঁচে নেই বাংলা

রাজ্যসভায় তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে এই তথ্য দিল কেন্দ্র।
Posted: 10:32 AM Apr 06, 2022Updated: 10:32 AM Apr 06, 2022

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: মোদি (PM Modi) জমানায় কেন্দ্রের থেকে পাওয়া ঋণ ও অগ্রিমের সবথেকে বেশি বকেয়া মধ্যপ্রদেশের (Madhya Pradesh)। শিবরাজ সিং চৌহানের রাজ্য ছাড়াও তালিকার প্রথম পাঁচে রয়েছে বিজেপি (BJP) শাসিত আরও এক রাজ্য কর্ণাটক। মঙ্গলবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ শান্তনু সেন ও আবীর রঞ্জন বিশ্বাসের প্রশ্নের জবাবে এই তথ্য দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

Advertisement

সেই তথ্য থেকে জানা যাচ্ছে, ২০১৪ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত কেন্দ্রের থেকে পাওয়া ঋণ ও অগ্রিমের মধ্যে মধ্যপ্রদেশের থেকে ৩০,৬৬৩.০৭ কোটি টাকা পাবে কেন্দ্র। তালিকার তৃতীয় স্থানে থাকা কর্ণাটকের থেকে কেন্দ্রের বকেয়া ২৬,৭৩১.৮৭ কোটি টাকা। প্রথম পাঁচে থাকা বাকি তিন রাজ্য হল ডিএমকে শাসিত তামিলনাড়ু (২৭,৫০৫.৭৪ কোটি), কংগ্রেস শাসিত রাজস্থান (২৩,৫৩৭.২৫ কোটি) ও বিজেপির মিত্র স্থানীয় দল ওয়াইএসআর কংগ্রেস শাসিত অন্ধ্রপ্রদেশ (২০,৯৯৪.৪৭ কোটি)।

[আরও পড়ুন: টেস্টিং বাড়তেই ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণের গ্রাফ, স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেস]

এই সময়ে পশ্চিমবঙ্গের থেকে কেন্দ্রের বকেয়া ২০,০৫৭.৫১ কোটি টাকা। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মোদি জমানায় কেন্দ্রের থেকে সবথেকে বেশি ঋণ ও অগ্রিম পাওয়া রাজ্যগুলির তালিকায় অগ্রাধিকার পেয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিই। সদ্যসমাপ্ত অর্থবর্ষে প্রাপ্তির তালিকায় প্রথম দশে রয়েছে বিজেপি শাসিত কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। আছে এনডিএ শাসিত বিহারও।

এই তালিকায় গত অর্থবর্ষে শীর্ষে মহারাষ্ট্র (১৫,০৮৭.৩৯ কোটি)। অনুমানের ভিত্তিতে বলা হয়েছে চলতি অর্থবর্ষে সেই জায়গায় থাকবে কর্ণাটক (২০,০৭০.১৮ কোটি)। তালিকার বাকি রাজ্যগুলি হল, তামিলনাড়ু, পাঞ্জাব, রাজস্থান ও কেরল। ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে ৬২৩৬.৪৬ কোটি টাকা ঋণ ও অগ্রিম বাবদ দিয়েছে কেন্দ্র। চলতি অর্থবর্ষে যা আনুমানিক ৮,৩২৩.৪৫ কোটি টাকা হতে পারে বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন: নবরাত্রির সময় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, দিল্লি পুরসভার নয়া ফরমানে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement