shono
Advertisement

সনাতন ধর্মকে ‘অপমান’ করেছেন ডিএমকে সাংসদ, ‘রাম-রামায়ণ’ মন্তব্যে পালটা বিজেপির

ভগবান রাম ও রামায়ণে বিশ্বাস করি না, মন্তব্য করেন ডিএমকে সাংসদ এ রাজা।
Posted: 12:59 PM Mar 06, 2024Updated: 01:03 PM Mar 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে ‘কুমন্তব্য’ করে আগেও বিতর্কে জড়িয়েছেন ডিএমকে সাংসদ এ রাজা (A Raja)। সম্প্রতি দাবি করেন, তামিলনাড়ু (Tamil Nadu) কখনও বিজেপির (BJP) জয় শ্রীরাম ও ভারতমাতার আদর্শকে গ্রহণ করবে না। আরও জানান, তিনি ভগবান রাম ও রামায়ণে বিশ্বাস করেন না। এহেন মন্তব্যে গেরুয়া শিবিরের পালটা প্রতিক্রিয়া ভারতের ঐতিহ্য এবং হিন্দুদের ভগবানকে অপমান করেছেন ডিএমকে (DMK) নেতা।

Advertisement

গত শনিবার নিজের রাজ্যে এক সভায় যোগ দিয়ে রাজা বলেছিলেন, ‘বিলকিস বানোর ছয় মাসের শিশুকে হত্যা করা হয়েছিল, বিলকিসকে ধর্ষণ করা হয়েছিল। দোষীরা জেল থেকে ছাড়া পেলে উল্লাসে ফেটে পড়ে ভিড়। জয় শ্রীরাম এবং ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হয়।’ এ রাজার কটাক্ষ, ‘এটাই যদি জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয় স্লোগানের ব্যবহার হয়, তবে আমরা তা গ্রহণ করব না। তামিলনাড়ু গ্রহণ করবে না।’

 

[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]

এক্স হ্যাান্ডেলে ডিএমকে নেতার বক্তব্যের ভিডিও ক্লিপ আপলোড করে বিজেপি নেতা রবি শংকর প্রসাদের দাবি, রামকে অপমান করেছেন এ রাজা। তিনি লেখেন, নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য কংগ্রেস কি এমন মন্তব্যও গ্রহণ করবে! তাঁর প্রশ্ন, ‘ডিএমকে অন্য ধর্মের প্রতিও এমন কুরুচিকর মন্তব্য করেন?’ রাজার বিরুদ্ধে তোপ দেগেছেন তামিলনাড়ুর বিজেপি প্রেসিডেন্ট কে আন্নামালাই। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ডিএমকে বিধায়ক এ রাজা লাগাতার সনাতন ধর্মকে অপমান করছেন। এবার আরও একধাপ এগিয়ে সেই সব ভারতীয়কে অপমান করেছেন, যাঁরা জয় শ্রীরাম এবং ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেন।

 

[আরও পড়ুন: বাড়ল আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন, ফেসবুকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

প্রসঙ্গত, মাদুরাইয়ে এক জনসভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে (A Raja) বলতে শোনা যায়, ”ওদের ব্যখ্যা অনুযায়ীই আপনাকে বলতে হবে জয় শ্রীরাম, বলতে হবে ভারতমাতা কি জয়! তাহলে বলতে হবে, তামিলনাড়ু (Tamil Nadu) কোনওদিনই ভারতমাতা ও জয় শ্রীরাম গ্রহণ করবে না।” বিজেপিকে ‘রামের শত্রু’ বলেও তোপ দেগেছেন রাজা। তাঁর কথায়, ”কে এই রামের শত্রু? আমার তামিল শিক্ষক বলেছিলেন রাম সীতার সঙ্গে বনে গিয়েছিলেন। সেখানে তিনি এক শিকারিকে স্বীকৃতি দেন। মেনে নেন সুগ্রীব ও বিভীষণকেও। কোনও জাতপাতের বিষয় ছিল না। আমি রামায়ণ বা রাম জানি না। আমি এতে বিশ্বাস করি না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement