shono
Advertisement

Breaking News

‘পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপ বাড়ছে’, ভারচুয়াল সভামঞ্চ থেকে তোপ দিলীপের

ক্যাবিনেট বৈঠক থাকায় ভারচুয়াল সভায় যোগ দিতে পারেননি স্মৃতি ইরানি। The post ‘পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপ বাড়ছে’, ভারচুয়াল সভামঞ্চ থেকে তোপ দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:31 PM Jun 24, 2020Updated: 01:33 PM Jun 24, 2020

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: “বিজেপি বাঙালির পার্টি নয়”, এই তকমা ঘোচাতে আসরে নামলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের দাবি, “যারা বলে বিজেপি বাঙালির পার্টি নয় তাদের বলছি, তোমাদের জন্মের আগে থেকে আমরা বাংলা ভাষার সেবা করে আসছি। বাংলার জন্য কোনও পার্টি যদি কাজ করে থাকে সেটা হচ্ছে শ্যামাপ্রসাদের জনসংঘ।”

Advertisement

রাজ্য বিজেপির দ্বিতীয় ভার্চুয়াল সভা হয় বুধবার। কিন্তু আচমকাই প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন। তাই দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) বক্তব্য রাখার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। দিল্লি পার্টি অফিসে বাংলার জন্য এই ভারচুয়াল সভা মঞ্চে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ ভূপেন্দ্র যাদব। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি, সাংসদ এস এস আলুওয়ালিয়া। বিজেপির রাজ্য দপ্তরের সভা মঞ্চে ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু (Sayantan Basu), সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এই সভার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargi)।

[আরও পড়ুন: মধ্যরাতে কলকাতার রেড রোডে নগ্ন-মদ্যপ যুবতীর তাণ্ডব, বাগে আনতে যাওয়ায় পুলিশকে চড়]

সভার প্রধান বক্তা ভূপেন্দ্র যাদবের বক্তব্য, “বাংলায় বদলের সময় এসে গিয়েছে। বাংলায় উন্নয়ন করতে বিজেপিকে দরকার। সেই পরিবর্তন আসতে চলেছে। করোনা-আমফান (Amphan) পরিস্থিতিতেও তৃণমূল রাজনীতি করেছে। গরিব বিরোধী এই তৃণমূল সরকারকে হঠানোর সময় এসে গিয়েছে।” বিজেপি রাজ্য দপ্তরের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন বিজেপি নেতারা। দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গের সীমানা সুরক্ষিত নয়। সীমানা পেরিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা।” তাঁর অভিযোগ, “বেআইনিভাবে অনুপ্রবেশকারী, রোহিঙ্গারা ঢুকছে। রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপ বাড়ছে।” পাশাপাশি তাঁর দাবি, ২০২১ সালে বিজেপির হাত ধরে রাজ্যে পরিবর্তন হবেই।

[আরও পড়ুন: করোনা রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে কড়া নির্দেশ রাজ্যের]

The post ‘পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপ বাড়ছে’, ভারচুয়াল সভামঞ্চ থেকে তোপ দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement