shono
Advertisement

Breaking News

‘সারাবছর লুঠপাট করে ভগবানকে ঘুষ দিলে হবে?’, মহাযজ্ঞ নিয়ে অনুব্রতকে খোঁচা দিলীপের

২০০-র বেশি আসন বিজেপি পাবে বলেও আশাবাদী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Posted: 11:06 AM Jan 14, 2021Updated: 02:32 PM Jan 14, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ। তার আগে শাসক এবং বিরোধী উভয়ের মধ্যে চলছে বাক তরজা। আরও একবার তরজায় জড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার মহাযজ্ঞ নিয়ে খোঁচা দিলেন খড়গপুরের বিজেপি সাংসদ।

Advertisement

বুধবার কঙ্কালীতলা মন্দিরে (Kankalitala Temple) মহাযজ্ঞ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ১২৮ কুইন্টাল কাঠ, ৪০ কেজি ঘি ব্যবহৃত হয় যজ্ঞে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২জন পুরোহিত এই যজ্ঞে যোগ দেন। অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, জেলাপরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ-সহ জেলার তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন ওই মন্দিরে। আয়োজন ছিল খাওয়াদাওয়ারও। খিচুড়ি ভোগ খাওয়ানো হয় ৪ হাজার দরিদ্রকে। ভোটে তৃণমূলের ভাল ফল হবে। ঘাসফুল শিবির আবারও ক্ষমতায় আসবে। তৃণমূলের বিজয় রথ যাতে আরও এগিয়ে যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে মহাবিজয় যজ্ঞের আয়োজন করা হয়। ২২০ থেকে ২৩০টি আসন তৃণমূলের দখলে থাকবে বলেও আশাপ্রকাশ করেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।

[আরও পড়ুন: নিউ নর্মালে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ভিড় কম, ১১০০টি সিসিটিভিতে নজরদারি পুণ্যার্থীদের]

বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল পার্কে এই যজ্ঞকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “উনি তো লোকসভার আগেও ব্রাহ্মণ ভোজন, গো দান করেছিলেন। তাতে পরিণাম কী হল? ১২টা আসন চলে গেল ওনাদের। এবারে ২২০ তো দূর। ১২০টি আসনের জন্য প্রার্থনা করুন, ভগবান যদি দয়া করেন। ২০০টা আসন তো আমরা পাচ্ছিই। যারা সারাবছর লুঠপাট করে তারা এখন যদি ভগবানকে ঘুষ দেন, তাতে কী হবে?” এছাড়া সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পক্ষেও সওয়াল করেন দিলীপ ঘোষ। যদিও রাজ্য বিজেপি সভাপতির পালটা কোনও প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের তরফে পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ‘বিজেপিতে আসছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়’, বিস্ফোরক সৌমিত্র খাঁ, কী জানালেন প্রাক্তন ফুটবলার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার