সুমন করাতি, হুগলি: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিলে বাধা। পুলিশ এবং বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তিতে উত্তপ্ত ডানকুনি। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত। তার ফলে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট। ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।
হুগলির ডানকুনির চৌমাথা থেকে হাওড়ার ডোমজুর থানা পর্যন্ত বিজেপির বাইক মিছিল ছিল। তাতে অংশ নেন সুকান্ত মজুমদার-সহ জেলা নেতৃত্ব। ডানকুনি হাউসিং মোড়ের কাছে ব্যারিকেড করে বিজেপির বাইক মিছিলে বাধা দেয় পুলিশ। প্রথমে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হয় গেরুয়া শিবিরের। পরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ।
[আরও পড়ুন: ভাঙড়ের হাঙরদের কবজা করবে কলকাতা পুলিশ, দায়িত্বে ‘সুপার এইট’]
ঘটনাস্থলেই রাস্তার উপরে বসে পড়েন সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট তৈরি হয়। বিজেপির দাবি, পুলিশের লাঠিচার্জে একজন জখম হয়েছেন। তাঁকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হুগলির ডানকুনি থানার পুলিশ দুজনকে আটক করেছে। পুলিশের দাবি, অনুমতি ছাড়াই মিছিল করেছিল বিজেপি। যদিও সে দাবি মানতে নারাজ গেরুয়া শিবির।