ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটের মাঝেই কয়লা কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার রাতে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ হাতিয়ার করেই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। রবিবার কলকাতার বিজেপি অফিসে সাংবাদিক বৈঠক করে তাঁর অভিযোগ, কয়লা দুর্নীতির ৯০০ কোটি টাকা ‘ভাইপো’র পকেটে ঢুকেছে। এদিন দীর্ঘ সাংবাদিক বৈঠকে শুভেন্দুর পাশাপাশি এ নিয়ে সরব হন দীনেশ ত্রিবেদী, অমিত মালব্যরাও। এবার এসব অভিযোগের পালটা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর পালটা প্রতিক্রিয়া, ”বিজেপি ওঁকে ভাড়াটে কুৎসাকারী হিসেবে ব্যবহার করছে। উনি কি ভুলে গিয়েছেন, এতদিন তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন? ওই সব জায়গা এতদিন তাঁরই দায়িত্বে ছিল? মমতা তো সেসব জায়গা দেখতেন শুভেন্দুর চোখ দিয়ে?”
ভোটের আগে, ফেব্রুয়ারিতে কয়লা পাচার কাণ্ডে ব্যাংক লেনদেন খতিয়ে দেখতে সিবিআই হানা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাঁর স্ত্রীকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিষেকের শ্যালিকা ও তাঁর স্বামীকেও জেরার মুখে পড়তে হয় বিদেশি ব্যাংকে লেনদেন নিয়ে। নির্বাচনী মরশুমে এই বিষয়টি বিজেপির হাতিয়ার হয়ে ওঠে। রাজ্যে ভোটের মরশুমে এ নিয়ে প্রচারেও ঝাঁপিয়ে পড়ে সব পক্ষ। ইতিমধ্যে দু’দফা ভোট হয়ে গিয়েছে। কয়লা কেলেঙ্কারির কিনারা করতে সিবিআই, ইডির তৎপরতাও বেড়েছে। এতে জড়িত থাকার অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বাঁকুড়ার আইসি অশোক মিশ্র। তৃতীয় দফা ভোটের আগে তাই এই ইস্যুতে ফের ঝাঁপিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। এদিনের সাংবাদিক বৈঠকই তার প্রমাণ।
[আরও পডুন: ‘কয়লা দুর্নীতির ৯০০ কোটি টাকা গিয়েছে ভাইপোর কাছে’, অভিযোগ শুভেন্দুর]
তবে শুভেন্দুকে পালটা জবাবও দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ”উনি কি ভুলে গিয়েছেন, এতদিন তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন? কয়লা কেলেঙ্কারিতে যেসব জায়গার নাম উঠে আসছে, ওই সব জায়গা এতদিন তাঁরই দায়িত্বে ছিল? মমতা তো সেসব জায়গা দেখতেন শুভেন্দুর চোখ দিয়ে? তাহলে তখন যদি কোনও সমস্যা চোখে পড়ত, তাহলে বলেননি কেন? এখন বিজেপিতে গিয়ে তাঁর এসব মনে হচ্ছে? আসলে বিজেপির ভাড়াটে কুৎসাকারী হিসেবে শুভেন্দুকে ব্যবহার করছে।” সবমিলিয়ে, তৃতীয় দফা ভোটের আগে কয়লা ইস্যুতে ঝাঁপাল পদ্ম-ঘাসফুল দুই শিবিরই। এদিকে, কয়লা কাণ্ডের (Coal scam) মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে আরও একবার তলব করেছে সিবিআই। এ নিয়ে চতুর্থবার নিজাম প্যালেসে তাঁকে জেরার জন্যে ডেকে পাঠানো হল।