সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের ৮ নভেম্বরে মধ্যরাতে আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেখতে দেখতে বছর ঘুরতে চলল। বর্ষপূর্তিতে ফের নোট বাতিলের প্রতিবাদে একজোট বিরোধীরা। এই ইস্যুতে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে তারা। নোট বাতিলের প্রতিবাদে ৯ নভেম্বর দলের কর্মীদের ‘কালা দিবস’ পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরই পালটা হিসেবে এবার ৮ নভেম্বর ‘কালো টাকা বিরোধী দিবস’ পালন করবে বিজেপি। বুধবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
[নোট বাতিলের বর্ষপূর্তি, ৯ নভেম্বর কালা দিবস পালনের ডাক মমতার]
২০১৪ সালে লোকসভা ভোটের প্রচারপর্বেই বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। বলেছিলেন, কালো টাকা উদ্ধার করার পর, প্রতিটি নাগরিক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা করে দেবেন। লোকসভা ভোটে বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রী হন মোদি। কিন্তু, প্রথম দু’বছরে সে প্রতিশ্রুতি পালন করতে পারেননি। গত বছরের ৮ নভেম্বর মধ্যরাতে ৫০০ ও হাজার টাকা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সরকারের আশা ছিল, রাতারাতি নোট বাতিল হওয়ায় বিপাকে পড়বেন কালো টাকার মালিকরা এবং বাতিলের নোটের একটি বড় অংশই আর ব্যাঙ্কে জমা পড়বে না। কিন্তু, বাস্তবে তেমনটা হয়নি। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কই জানিয়েছে, বাতিল নোটের প্রায় পুরোটাই জমা পড়েছে। ফলে মোদির নোট বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠেছে। বিরোধীদের অভিযোগ, এক বছরে নোট বাতিলের ধাক্কা সামলানো যায়নি। এর জেরে শ্লথ হয়েছে আর্থিক উন্নয়নে গতিও। একই কথা বলছেন অর্থনীতিবিদরাও। তাই নোট বাতিলের বর্ষপূর্তিতে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস-সহ সব বিরোধী দলই।
[মধ্যপ্রদেশের রাস্তাঘাট আমেরিকার থেকেও ভাল, দাবি শিবরাজ সিং চৌহানের]
বিরোধীদের এই প্রতিবাদের পালটা কর্মসূচি নিল বিজেপি। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আগামী ৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তিতে দেশ জুড়ে কালো টাকা বিরোধী দিবস পালন করবে বিজেপি। তাঁর অভিযোগ, যারা দেশের অর্থনীতিটাকেই পঙ্গু করে দিয়েছে, তারা এখন সরকারকে উপদেশ দিচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, অর্থ বাজেয়াপ্ত করা নয়, বাজারে নগদের জোগান কমানোর জন্য নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগে যেকোনও ব্যক্তি ব্যাঙ্ককে বাদ দিয়ে নগদেই লেনদেন করতে পারতেন। তাতে নগদ টাকার প্রকৃত মালিক কে, তা বোঝা যেত না। কিন্তু, এখন সরকার ডিজিটাল লেনদেনের উপর জোর দিচ্ছে। তাই কেউ বেআইনিভাবে নিজের কাছে নগদ টাকা রেখে দিতে পারছে না।
[মেয়ের বাড়ির আপত্তি, প্রেমিকের সঙ্গে কিশোরীর বিয়ে দিলেন সরকারি কর্তারাই]