shono
Advertisement
Rahul Gandhi

'উত্তরপ্রদেশে সবচেয়ে খারাপ ফল করবে বিজেপি', অখিলেশকে পাশে নিয়ে হুঙ্কার রাহুলের

'লিখে দিচ্ছি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হচ্ছেন না', দৃপ্ত ঘোষণা রাহুলের।
Published By: Amit Kumar DasPosted: 05:54 PM May 10, 2024Updated: 07:09 PM May 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'উত্তরপ্রদেশ যার, দিল্লির কুর্সিও তার', জাতীয় রাজনীতির অলিন্দে এই কথা বহুল অপচলিত। তার যথেষ্ট যৌক্তিকতাও রয়েছে। কারণ, দেশের মধ্যে সবচেয়ে বেশি আসন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) রাজ্যে। চতুর্থ দফা নির্বাচনের আগে (Lok Sabha Election 2024) এই উত্তরপ্রদেশ নিয়েই এবার বড় বার্তা দিলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ইন্ডিয়া জোটের শরিক অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) পাশে নিয়ে জানালেন, 'উত্তরপ্রদেশের দেশের মধ্যে সবচেয়ে বড় হার দেখতে চলেছে বিজেপি (BJP)।

Advertisement

শুক্রবার উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রের সপা প্রার্থী অখিলেশ যাদব ও আপ সাংসদ সঞ্জয় সিংয়ের উপস্থিতিতে জনসভা করেন রাহুল গান্ধী। সেখানেই তিনি বলেন, 'আমি লিখে দিচ্ছি এবার নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী হচ্ছেন না।' রাহুল বলেন, "এবার এই রাজ্যে সবচেয়ে বড় হার দেখতে চলেছে বিজেপি। কারণ উত্তরপ্রদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পরিবর্তনের।" অন্যদিকে রাহুলের আরও দাবি, "উত্তরপ্রদেশে এবার ঝড় তুলতে চলেছে ইন্ডিয়া জোট।" কনৌজেও ইন্ডিয়া জোটের প্রার্থী অখিলেশকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান রাহুল।

[আরও পড়ুন: মদ খেয়ে রাস্তায় তাণ্ডব মহিলাদের, পুলিশকে কামড়! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

এদিনের সভা থেকে আদানি-আম্বানি নিয়েও মোদির কটাক্ষের জবাব দেন রাহুল। বলেন, 'গত ১০ বছরে আদানি-আম্বানিদের নিয়ে একটি শব্দও খরচ করেননি নরেন্দ্র মোদি। এখন ভয় পেয়ে ওঁদের নাম ফুটে উঠেছে মোদির মুখে। উনি খুব ভালোই জানেন, আদানি কোন ট্রাকে কীভাবে টাকা পাঠাতেন। ওনার এ বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে।' এর পরই জনতার উদ্দেশে বলেন, 'বিজেপি ও অমিত শাহ আপনাদের এদিক থেকে ওদিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই নির্বাচনের উদ্দেশ্য একটাই।' হাতে সংবিধান নিয়ে রাহুল বলেন, 'এই বই আপনাদের সব অধিকার দিয়েছে। যা কিছু আপনারা পেয়েছেন তা এই বইয়ের অধিকার বলে। বিজেপি এই সংবিধান বদল করার সিদ্ধান্ত নিয়েছে।'

[আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের]

একই সঙ্গে রাহুল গান্ধী বলেন, 'পৃথিবীতে কারও ক্ষমতা নেই এই বইকে ছোঁয়ার। এটা দেশের গরিব মানুষের আত্মা। ওদিকে নরেন্দ্র মোদি ২২ জন লোকের জন্য কাজ করেন। ২২ জনের ১৬ লক্ষ কোটি টাকা মাফ করে দিয়েছেন। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ওরা যদি ২২ জন 'আরবপতি' তৈরি করতে পারেন তবে আমরা কয়েক কোটি 'লাখপতি' তৈরি করতে পারি। গোটা ভারতে সব গরিবের লিস্ট তৈরি হবে। প্রতি পরিবার থেকে একজন মহিলাকে বেছে নেওয়া হবে এবং তাঁর অ্যাকাউন্টে এক লাখ টাকা দিয়ে দেওয়া হবে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশে এবার ঝড় তুলতে চলেছে 'ইন্ডিয়া' জোট, ঘোষণা রাহুল গান্ধীর।
  • 'বিজেপির সবচেয়ে খারাপ ফল হবে উত্তরপ্রদেশে', কনৌজে প্রচারে গিয়ে বার্তা রাহুলের।
  • গত ১০ বছরে আদানি-আম্বানিদের নিয়ে একটি শব্দও খরচ করেননি নরেন্দ্র মোদি, কটাক্ষ রাহুলের।
Advertisement