shono
Advertisement

মণিপুরে আস্থা ভোটে জয় পেলেন বীরেন সিং

গোয়া, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর আরও একটি রাজ্যে শুরু হল বিজেপি শাসন। The post মণিপুরে আস্থা ভোটে জয় পেলেন বীরেন সিং appeared first on Sangbad Pratidin.
Posted: 10:54 AM Mar 20, 2017Updated: 04:42 PM Jan 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়া, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর আরও একটি রাজ্যে শুরু হল বিজেপি শাসন। সোমবার আস্থা ভোটে জয় পেলেন মণিপুরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নঙথোমবাম বীরেন সিং। সোমবার ভোটে ৬০ জন বিধায়কের মধ্যে ৩২ জনের সমর্থন আদায় করে নেন তিনি। এদিন আস্থা ভোটের পাশাপাশি বিজেপির ইয়ুমনাম খেমচাঁদ সিং-কে বিধানসভার স্পিকার হিসেবে নিযুক্ত করা হল। এর আগে গত ১৬ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বীরেন সিং। উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন এনপিপি নেতা জয়কুমার৷

Advertisement

আস্থা ভোটের আগেই বৃহস্পতিবার থেকে বিজেপি তাঁদের সমস্ত বিধায়ককে গুয়াহাটির একটি হোটেলে রেখে দেয়। সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক পোঙ্গরাম রবীন্দ্রাও এবং এক নির্দল বিধায়ক। তবে ২১ জন বিধায়ক থাকলেও মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী ছাড়া রয়েছেন কেবল দু’জন। তবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এনপিপি-র চারজন বিধায়ক ও এনপিএফ, এলজিপি-র একজন করে বিধায়ক। এছাড়া কংগ্রেসের যে বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন তাঁকেও মন্ত্রিসভায় রেখেছেন বীরেন সিং।

[সাজাপ্রাপ্তদের ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞায় সমর্থন কমিশনের]

গত ১৫ বছর ধরে মণিপুরে ক্ষমতায় ছিল কংগ্রেস। এবারও ৬০ টি-র মধ্যে ২৮টি আসনে জয়লাভ করেছিল তাঁরা। সেখানে প্রধান প্রতিপক্ষ বিজেপি পেয়েছিল ২১টি আসন। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় সরকার গড়তে জরুরি ৩১ জনের সমর্থন। কিন্তু সরকার গড়তে চেয়ে কংগ্রেসের রাজ্যপালের কাছে আবেদন করার আগেই বিজেপি ঘোষণা করে, তাদের সঙ্গে ৩৩ জন বিধায়কের সমর্থন আছে। বিজেপিকে সমর্থন জানিয়েছে এনপিপি (৪), এপিএফ (৪) এবং এলজেপি (১)। নির্দল প্রার্থী আসাবউদ্দিনও বিজেপিকে তাঁর সমর্থনের কথা জানিয়েছিলেন। নাটকীয় ভাবে বিজেপিকে প্রায় শেষ মুহূর্তে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রাও এবং এক কংগ্রেস বিধায়কও৷

[দেশের প্রথম সুপারপাওয়ার ড্রোন বানিয়ে তাক লাগাল আইআইটি খড়গপুর]

The post মণিপুরে আস্থা ভোটে জয় পেলেন বীরেন সিং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement