সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল বাংলার তিন শ্রমিকের। হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারের সংস্কারের কাজ চলছিল। তখনই আচমকা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিশালাকার টাওয়ারে নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। বেশ কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
পুলিশের জানিয়েছে, সীধী জেলার রামপুর নৈকিন তহসিলের আমদাদ গ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে। এদিন সকাল থেকেই টাওয়ারের কাজ চলছিল। পুরনো টাওয়ার সরিয়ে নতুন টাওয়ার বসানো হচ্ছিল বলে জানা গিয়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ আচমকা একটি টাওয়ার হুড়মুড় করে ভেঙে পড়ে। তার নিচে চাপা পড়ে যান বেশ কয়েক জন শ্রমিক। এর মধ্যে তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তাঁরা বাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
সীধীর পুলিশ সুপার রবীন্দ্র বর্মা জানিয়েছেন, টাওয়ার দুর্ঘটনায় আহতের সংখ্যা ৬ জন। তড়িঘড়ি উদ্ধার করে তাঁদের রেওয়া জেলার সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। মৃতেরা পশ্চিমবঙ্গের বাসিন্দা জানা গেলেও তাঁরা কোন জেলার বাসিন্দা তা এখনও পর্যন্ত জানা যায়নি।