shono
Advertisement

ফের সন্দেশখালির পথে বাধা বিজেপি মহিলা মোর্চাকে, রাস্তায় বসলেন অগ্নিমিত্রা-ভারতী ঘোষরা

১৪৪ ধারার 'অজুহাত' দিয়ে তাঁদের আটকে দিল পুলিশ, বিজেপির মহিলা কর্মীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ।
Posted: 02:25 PM Mar 07, 2024Updated: 04:53 PM Mar 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে পুলিশের বাধার মুখে বিজেপি (BJP) মহিলা মোর্চার প্রতিনিধিরা। বৃহস্পতিবার নিউটাউনের (New Town) বিশ্ব বাংলা গেটের কাছ থেকে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল-সহ মহিলার মোর্চার ৫ নেত্রী ও কর্মীদের যাওয়ার কথা ছিল সন্দেশখালিতে। নারীদিবসের প্রাক্কালে তাঁরা সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু রওনা দেওয়ার আগে নিউটাউনেই তাঁদের আটকে দিল পুলিশ। বাকবিতণ্ডার পর রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে শুরু করেন অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। দলের মহিলা কর্মীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ।

Advertisement

এইই প্রথম নয়। এর আগে একাধিকবার অশান্ত সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বার বার অগ্নিমিত্রা পল (Agnimitra Paul), ফাল্গুণী পাত্র-সহ মহিলা মোর্চার নেত্রীরা যাওয়ার চেষ্টা করেও শেষমেশ সফল হননি। প্রতিবারই ১৪৪ ধারা জারি থাকার কারণে তাঁদের আটকানো হয়েছে। কখনও সন্দেশখালি সংলগ্ন অঞ্চলে, কখনও আবার ধামাখালি, ভোজের হাট অর্থাৎ সন্দেশখালিতে ঢোকার আগেই পুলিশি বাধার মুখে পড়েছেন তাঁরা। 

[আরও পড়ুন: জটিলতা শেষে গৃহীত ইস্তফাপত্র, বিধানসভা থেকে বেরিয়ে কী বললেন তাপস রায়?]

বৃহস্পতিবারও তারই পুনরাবৃত্তি। নিউটাউনের কাছে আগে থেকেই ব্যারিকেড দিয়েছিল বিধাননগর (Bidhannagar) পুলিশ কমিশনারেট। এদিন সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে লকেট, অগ্নিমিত্রা, ভারতী ঘোষরা। মহিলা পুলিশরা পালটা আটকে দেন তাঁকে। সেখানেই মহিলা মোর্চার সদস্যরা তাঁদের সঙ্গে বাকযুদ্ধে জড়ান। প্রশ্ন তোলেন, ১৪৪ ধারা নেই এখন। তা সত্ত্বেও কেন বাধা? পালটা পুলিশ জবাব দেয়, কোথাও কোথাও শান্তি বজায়ের স্বার্থে ১৪৪ ধারা এখনও জারি। তাই যাওয়া যাবে না।

[আরও পড়ুন: কীভাবে ইডির উপর হামলা? সিআইডি জেরায় শাহজাহানের উত্তর, ‘বারবার বলব না’

এর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে বিজেপি মহিলা সদস্যদের ধরপাকড় শুরু করে পুলিশ। ভারতী ঘোষ, ফাল্গুণী পাত্রদের অবস্থান বিক্ষোভ থেকে তুলে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। ফলে এগনোর আগেই থমকে গেল বিজেপি মহিলা মোর্চার সন্দেশখালি যাত্রা।  

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement