shono
Advertisement

অনুব্রতর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, উড়ল বাড়ির চাল

তৃণমূল নেতার ভাইকে আটক করেছে পুলিশ৷ The post অনুব্রতর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, উড়ল বাড়ির চাল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:27 PM Feb 07, 2019Updated: 12:27 PM Feb 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ৷ উড়ল ওই নেতার বাড়ির চালের একাংশ৷ বোমাগুলি মজুত করা ছিল নাকি ওই বাড়িতেই বোমা তৈরি হচ্ছিল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ এই ঘটনার পর থেকেই পলাতক ওই তৃণমূল নেতা৷ তার ভাইকে আটক করেছে পুলিশ৷

Advertisement

[বাগদেবীর আরাধনায় জল ঢালতে পারে পশ্চিমি ঝঞ্ঝা]

বৃহস্পতিবার ভোররাতে আচমকাই বিকট শব্দ পান স্থানীয়রা৷ ঘুমের মাঝে কী যে হল, তা বুঝতে পারেননি তাঁরা৷ ঘুম ভেঙে বাড়ি থেকে বেরিয়ে অবাক হয়ে যান এলাকাবাসী৷ তাঁরা দেখেন বীরভূমের ইলামবাজারের তৃণমূল নেতা মিনু শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাতে উড়ে যায় ওই তৃণমূল নেতার বাড়ির চাল৷ এই ঘটনা লোকমুখে চাউর হয়ে যায়৷ খবর পৌঁছায় পুলিশের কানে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ ততক্ষণে যদিও নিজের বাড়ি ছেড়ে চম্পট দেয় তৃণমূল নেতা মিনু শেখ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিনুর ভাই মতি মোল্লাকে দেখতে পান৷ তাকেই আটক করে পুলিশ৷ কীভাবে বাড়িতে বোমা এল, সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি ওই তৃণমূল নেতার ভাই৷ যদিও তাকে জেরা করে এ বিষয়ে তথ্য জোগাড়ের চেষ্টা করছেন পুলিশকর্মীরা৷

[ছাত্র থাকলেও শিক্ষক নেই বহু স্কুলে, ভোটের মুখে বদলি প্রায় ৫০০ প্রাইমারি টিচার]

সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়েই আলোচনা শুরু করেছেন বিরোধীরা৷ তাদের অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছিলেন ওই তৃণমূল নেতা৷ তাই নাকি বাড়িতে বোমা মজুত করেছিলেন তিনি৷ আবার কারও কারও দাবি, নির্বাচনে কাজে লাগানোর জন্য বাড়িতেই বোমা তৈরি করেছিলেন তৃণমূল নেতা মিনু শেখ৷ যদিও বাড়িতে বোমা মজুত ছিল নাকি বোমা তৈরি হচ্ছিল, এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না পুলিশ আধিকারিকরা৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

The post অনুব্রতর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, উড়ল বাড়ির চাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement