shono
Advertisement
Uluberia

বোমা বিস্ফোরণে উড়ল বাড়ি! উলুবেড়িয়ায় জখম ৪, তদন্তে পুলিশ

উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।
Published By: Subhankar PatraPosted: 09:21 PM Sep 24, 2024Updated: 09:21 PM Sep 24, 2024

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: রাজ্যে ফের বোমা বিস্ফোরণ! তীব্রতায় কার্যত উড়ল একটি বাড়ি। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪। অন্ত্যত দুজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলায়। হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানিয়েছেন, 'বোমা বিস্ফোরণের মামলা রুজু করেই ঘটনা তদন্ত করা হচ্ছে। চারজন আহত হয়েছেন।' ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় দর্জি সামসুল আলমের এলাকায় একটি ছিটেবেড়ার টালির চালের ঘর আছে। তাঁর প্রধান বাড়ি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে। স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই ওই টালির চালের বাড়িতে বোমা বাঁধার কাজ হয়। মঙ্গলবারও সেখানে বোমা বাঁধার কাজ চলার সময়ই বিস্ফোরণ বলে অভিযোগ। সামসুল ঘটনার সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

প্রতিবেশীদের একাংশ জানান, বিস্ফোরণের পর কয়েকজন তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যায়। তাঁদের অনুমান জখমদের কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও উলুবেড়িয়া শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ করেও এই যখম ব্যক্তিদের খোঁজ মেলেনি। ঘটনা ঘটার কিছুক্ষনের মধ্যেই পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। হাওড়ার গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যে ফের বোমা বিস্ফোরণ! তীব্রতায় কার্যত উড়ল একটি বাড়ি। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪।
  • অন্ত্যত দুজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলায়।
  • হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানিয়েছেন, 'বোমা বিস্ফোরণের মামলা রুজু করেই ঘটনা তদন্ত করা হচ্ছে।
Advertisement