shono
Advertisement

জোটে ফাটল, বিএনপি-র ‘ঐক্যফ্রন্ট’ত্যাগ দুই শরিক দলের    

'একাধিক ইস্যুতে শরিকদের অন্ধকারে রেখেছে বিএনপি'৷ The post জোটে ফাটল, বিএনপি-র ‘ঐক্যফ্রন্ট’ ত্যাগ দুই শরিক দলের     appeared first on Sangbad Pratidin.
Posted: 11:13 AM Oct 17, 2018Updated: 11:13 AM Oct 17, 2018

সুকুমার সরকার, ঢাকা: বড়সড় ধাক্কা খেল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি৷ আসন্ন নির্বাচনের আগেই জোট ছাড়ল দুই শরিক দল৷ এখানেই শেষ নয়, বিএনপি-র নেতৃত্বাধীন ২০ দলের জোটে আরও ফাটল স্পষ্ট৷ একাধিক ইস্যুতে ক্ষুব্ধ বেশ কয়েকটি শরিক দল৷

Advertisement

[বিহারে নীতীশের উত্তরসূরি হচ্ছেন প্রশান্ত কিশোর, নয়া সিদ্ধান্তে জল্পনা]

চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন৷ লড়াইয়ে নামার ছক কষছে শাসক-বিরোধী উভয়পক্ষই৷ রাজনীতিবিদদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাল্লা ভারি আওয়ামি লিগের৷ বিএনপি সুপ্রিমো খালিয়া জিয়া জেলে থাকায় স্বাভাবিকভাবেই ব্যাকফুটে তাঁর দল৷ তাই শাসকদলকে টেক্কা দিয়ে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে ২০ দলের জোট গড়েছে বিএনপি৷ সেই জোট ছেড়েই এবার বেরিয়ে গেল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি৷ মঙ্গলবার রাজধানী ঢাকার গুলশনে সংবাদ সম্মেলনে জোট ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা করে দুই দল।   

দুই বিদ্রোহী দলের হয়ে এদিন বক্তব্য রাখেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গণি। তিনি অভিযোগ জানান, একাধিক ইস্যুতে শরিকদের অন্ধকারে রেখেছে বিএনপি৷ নির্বাচনী ইস্তেহার নিয়েও স্পষ্ট কিছু জানাচ্ছে না দলটি৷ শুধু তাই নয়, শরিকদের মতামতকে  কোনও গুরুত্ব দিচ্ছে না বিএনপি৷ এদিন গণি আরও অভিযোগ করেন, নিজেদের  ব্যর্থতার দায় শরিকদের ঘাড়ে চাপাচ্ছে দলটি৷ তাই কোনওভাবেই এই জোটে থাকা সম্ভব নয়৷ নির্বাচনের আগেই দুই শরিক দলের এহেন পদক্ষেপে স্বাভাবিকভাবেই চাপের মুখে খালেদা শিবির৷

উল্লেখ্য, কয়েকদিন আগেই ২০০৪-এর ২১ আগস্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ ১৯ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় ঢাকার একটি আদালত৷ দোষী সাব্যস্তদের মধ্যে রয়েছে খালেদা জিয়ার পুত্র তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান৷ ফলে বিপাকে পড়েছে বিএনপি৷      

[রাজনীতিতে পা রাখলেন হাসিন জাহান, যোগ দিলেন কংগ্রেসে]

The post জোটে ফাটল, বিএনপি-র ‘ঐক্যফ্রন্ট’ ত্যাগ দুই শরিক দলের     appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার