সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ইউনুস সরকারে বিরুদ্ধে 'গণ অভ্যুত্থানে'র ডাক বিএনপির! ভোটের দাবিতে বাংলাদেশি নাগরিকদের হাতে হাত মিলিয়ে রাস্তায় নামার আহ্বান জানালেন খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগেই নির্বাচনের দাবিতে সরব হয়েছিল বিএনপি নেতৃত্ব। এবার দলের মহাসচিবের কথায়, ভোট ও ভাতের দাবিতে জোটবদ্ধ হয়ে পথে নামতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির এমন ডাক নিসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
আজ, সোমবার ঠাকুরগাঁওয়ে বিএনপির জনসভা ছিল। সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "৫ আগস্ট যেমন আপনারা রাস্তায় নেমেছিলেন, আবারও জোটবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায়বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে।" উল্লেখ্য, বিজয় দিবসের বক্তৃতায় ইউনুস জানিয়েছিলেন, সব ঠিক থাকলে ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন হতে পারে বাংলাদেশে। যা নিয়ে অসন্তুষ্ট রাজনৈতিক দলগুলি।
৫ আগস্ট ছাত্র-যুব সমাজ-সহ বাংলাদেশের নাগরিকদের একটা বড় অংশ পথে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। দেশ ছেড়ে পালিয়ে আসেন হাসিনা। এর পরই দেশের হাল ধরে ডা. মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সময় গণ আন্দোলনে ইন্ধন জুগিয়েছিল খালেদা জিয়ার দল বিএনপিও। তাদের আশা ছিল, শেখ হাসিনার আওয়ামী লিগকে ক্ষমতাচ্যুত করে ঢাকার গদিতে বসবে খালেদাপুত্র তারেক। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছেন ইউনুস। কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ, পরোক্ষভাবে ক্ষমতার রাশ গিয়েছে জামাত, হিজবুতের মতো মৌলবাদী শক্তিগুলির হাতে। রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের পরিস্থিতি থেকে ক্রমেই দূরে সরছে তারা। আর সেই পরিস্থিতি মোকাবিলার জন্যই এবার কার্যত গণ অভ্যুত্থানের ডাক দিলেন বিএনপির মহাসচিব।