সুকুমার সরকার, ঢাকা: বিএনপি-র জঙ্গিযোগ নিয়ে ফের সরব আওয়ামি লিগ। এবার বিস্ফোরক আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ আবদুর রহমান। তিনি দাবি করেছেন, কুখ্যাত আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে খালেদাপুত্র তারেক রহমানের।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার ধানমণ্ডিতে একটি সাংবাদিক সম্মেলন করে আওয়ামি লিগ। দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে প্রধান বিরোধী দল বিএনপিকে তুলোধোনা করেন রহমান। তিনি বলেন, “আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক ও ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ তারেক জিয়া। বিএনপির নেতৃত্বাধীন জোট সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। গতকাল গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও বিএনএফ নেতা শওকতের ফোনালাপ ফাঁস হয়েছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের ড. কামাল হোসেনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি সেখানে প্রকাশ্যে এসেছে। তারেক রহমানের সঙ্গে বন্ধুত্ব আর বিষধর সাপের সঙ্গে প্রণয় একই কথা।”
উল্লেখ্য, মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত দাউদ ভারতে মোস্ট ওয়ান্টেড। বাংলাদেশে হাসিনা সরকার ক্ষমতায় আসায় সে দেশের বন্দর ব্যবহার করে মাদক ও অস্ত্র পাচার করা কষ্টসাধ্য হয়ে পড়েছে ডি-কোম্পানির পক্ষে। তাই স্বাভাবিকভাবেই ক্ষমতায় পাকপন্থী খালেদা জিয়াকে চাইছে তারা। আগেই বিএনপি নেতা ও খালেদা সরকারের প্রাক্তন মন্ত্রী খোন্দকার মোশারফ হোসেনের সঙ্গে এক আইএসআই এজেন্টের গোপন ফোনালাপ ফাঁস হয়েছে। জানা গিয়েছে, শেখ হাসিনাকে উৎখাত করতে চাইছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। ৪ জুলাই সৌদি আরবের জেড্ডায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক শীর্ষ আধিকারিকের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে বৈঠকে ওই নাশকতার ছক চূড়ান্ত হয়েছে। এখানেই শেষ নয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাটির এজেন্টরা যে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তাও ওই ফোনালাপে জানা গিয়েছে। হাসিনাকে সরাতে চক্রান্ত চূড়ান্ত করতে দুবাই, লন্ডন মিলিয়ে মোট ১১ বার আইএসআই ও বিএনপি নেতাদের মধ্যে বৈঠক হয়েছে বলে নিশ্চিত হয়েছেন বাংলাদেশের গোয়েন্দারা। তারেক এই মুহূর্তে লন্ডনে থেকেই ফোন ও ইন্টারনেট মারফত গোটা নির্বাচন পরিচালনা করছেন।
[বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন হাসিনা, বলছে সমীক্ষা]
The post দাউদের ঘনিষ্ঠ খালেদাপুত্র তারেক, বিস্ফোরক অভিযোগ লিগের appeared first on Sangbad Pratidin.