সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অবৈধ যাত্রীদের নিয়ে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি৷ প্রাণ গেল অন্তত ৬০ জনের, যাঁদের মধ্যে ৩৮ জনই বাংলাদেশের বাসিন্দা৷ লিবিয়া থেকে অবৈধভাবে তাঁরা ইটালি যাচ্ছিলেন বলে জানা গিয়েছে৷
আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট সূত্রে জানা গিয়েছে, যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে প্রাণের দায়ে ইতালি পালিয়ে যাচ্ছিলেন ৭৫ জনের একটি দল৷ তবে তাঁদের কাছে ইতালি যাওয়ার বৈধ কোনও নথি ছিল না৷ যাত্রী হিসেবে ছিলেন ৫১ জন বাংলাদেশি, তিন জন মিশরের বাসিন্দা, মরক্কো ও চাদের মোট ৬জন৷ ছিল বেশ কয়েকজন শিশুও৷ সলিলসমাধিতে বাংলাদেশি কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে বলে খবর৷
[আরও পড়ুন: শ্রীঘর থেকে ফিরে জাতীয় পার্টির হয়ে উপনির্বাচনে লড়ছেন হিরো আলম]
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জুয়ারা উপকূল থেকে একটি বড় নৌকায় করে ভূমধ্যসাগর দিয়ে ইতালির উদ্দেশে পাড়ি দেয় একটি বড় দল৷ গভীর রাতে তাঁদের মধ্যে ৭৫ জনকে তিউনিসিয়া জলসীমার কাছে একটি ছোট নৌকায় নামিয়ে দেওয়া হয়৷ সেই নৌকাটিতে গাদাগাদি করে ওঠার মাত্র ১০ মিনিটের মধ্যেই তার সলিলসমাধি ঘটে৷ তিউনিসিয়ায় রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোনজি স্লিম জানিয়েছেন, বাতাসভরতি একটি নৌকায় বাড়তি যাত্রী তুলে দেওয়ায় এই সমস্যা৷ নৌকাডুবির সংকেত পেয়ে উদ্ধারে নামে তিউনিসিয়ার উপকূলরক্ষা বাহিনী৷ ১৫ জনকে উদ্ধার করা হয়৷ উদ্ধার হওয়া যাত্রীদের কথায়, প্রায় আট ঘণ্টা তাঁরা ঠাণ্ডা জলে ভেসেছিলেন৷
[আরও পড়ুন: হদিশ মিলল ২৬০০ বছরের পুরনো গাছের, হতবাক বিজ্ঞানীরা]
মধ্যপ্রাচ্য থেকে ভূমধ্যসাগর পেরিয়ে যেতে পারলেই ইউরোপের ভূখণ্ডে পৌঁছে যাওয়া যায়৷ সেটাই উদ্দেশ্য থাকে লিবিয়া, সিরিয়া থেকে যাওয়া অভিবাসীদের৷ সেটাই সহজ রাস্তা৷ আর তা করতে গিয়ে এমন দুর্ঘটনা প্রায়শয়ই ঘটেছে৷ এই ঘটনাও আরেকটি সংযোজনমাত্র৷ সম্প্রতি ইতালি-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ শরণার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছে৷ কিন্তু তা সত্বেও যুদ্ধ থেকে বাঁচতে বাসিন্দাদের ইউরোপের শরণাপন্ন হওয়া থেকে আটকানো যাচ্ছে না৷
The post ফের অবৈধ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহতদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি appeared first on Sangbad Pratidin.