সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ দিন নিখোঁজ থাকার পর আমেরিকায় (America) অবশেষে হদিশ মিলল দুই ভারতীয়র। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় হ্রদে ডুবে মৃত্যু হয়েছে দুই পড়ুয়ার। গত কয়েকদিন ধরে জোরকদমে তল্লাশি চলার পর অবশেষে তাঁদের হদিশ পাওয়া যায়।
মৃত দুই পড়ুয়া আই ইউস কেলি স্কুল অফ বিজনেসের ছাত্র। নাম সিদ্ধান্ত শা (১৯) এবং আরিয়ান বৈদ্য (২০)। জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল বন্ধুদের সঙ্গে ইন্ডিয়ানাপলিসের মনরো হ্রদে সাঁতার কাটতে নেমেছিলেন দুই বন্ধু। তারপর আর তাঁরা উঠে আসেননি। দীর্ঘ তল্লাশি পর্ব চলার পর দুজনকে উদ্ধার করে পুলিশ।
[আরও পড়ুন: কালিয়াগঞ্জ কাণ্ডে মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ, ফের সংঘাতে রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন ]
জানা গিয়েছে, শাহ এবং বৈদ্য একটি বোটে চেপে বেরিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। ওই দিন আবহাওয়া ভাল থাকায় হ্রদে অনেকেই বোটে চেপে বেড়াতে বেড়িয়েছিলেন। বোট এক জায়গায় দাঁড় করিয়ে অন্য়ান্য বন্ধুদের সঙ্গে শাহ ও বৈদ্যও হ্রদে সাঁতার কাটতে নেমেছিলেন। বাকিরা উঠে এলেও তাঁরা আসেননি। জলের মধ্যে ছটপট করতে দেখা গিয়েছিল একজনকে। চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা যায়নি।
এদিকে ১৬ এপ্রিল থেরে আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রবল বৃষ্টি ও ঠান্ডার জেরে তল্লাশি অভিযান বাধা পায়। সোমার প্রযুক্তি ও স্কুবা ডুবুরি দিয়ে তল্লাশির পর অবশেষে আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী শনিবার তাঁদের উদ্ধার করা হয়। তবে ডুবেই মৃত্যু নাকি খুন, তা নিয়েও এখনও ধন্দ রয়েছে।