shono
Advertisement

Breaking News

ডায়মন্ড হারবারের পেট্রল পাম্প থেকে উদ্ধার পুলিশ কর্মীর দেহ, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

ওই এলাকায় নেই কোনও সিসিটিভি ক্যামেরাও।
Posted: 09:40 AM May 31, 2022Updated: 01:39 PM May 31, 2022

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মঙ্গলবার সাতসকালে এএসআইয়ের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়াল ডায়মন্ড হারবার থানা চত্বরে। থানার কাছেই এদিন সকালে পেট্রল পাম্পের সামনে থেকে উদ্ধার হয় পুলিশ কর্মীর মৃতদেহ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ডায়মন্ড হারবার (Diamond Harbour) থানার বাটা পেট্রল পাম্প এলাকায় ভিড় জমান স্থানীরা। জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মী ডায়মন্ড হারবার থানার ASI সমীর দাস।

Advertisement

বছর চুয়ান্নর এএসআই হাওড়ার শিবপুরের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সরিষা হাই স্কুলে একটি যাত্রা উৎসবে ডিউটি ছিল সমীর দাসের। এরপরই মঙ্গলবার ভোরে বাটা পেট্রল পাম্পে স্থানীয় লোকজন পুলিশের পোশাক পরা অবস্থায় সমীর দাসকে পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ পেট্রল পাম্প থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

[আরও পড়ুন: ‘আমার পার্টির লোক হলে চারটে থাপ্পড় মারতাম’, পুরুলিয়ার সরকারি কর্মীদের বিরুদ্ধে ক্ষুব্ধ মমতা]

পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে সমীর দাসের। পাম্পের ওই এলাকা থেকে কোনও বাস ঘোরাবার সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশ চন্দ্র ঢালী। পেট্রল পাম্পের মধ্যে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। সেখান থেকে বেশ কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে রয়েছে সিসি ক্যামেরা। তদন্তের জন্য সেই সিসিটিভির ফুটেজ দেখা হবে পুলিশের পক্ষ থেকে এমনটা জানানো হয়।

পুলিশ কর্মীর মৃত্যুর খবর দেওয়া হয়েছে বাড়ির লোকেদের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত এএসআইয়ের ভাই সঞ্জয় দাস জানান, তাঁরা মনে করছেন দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন দাদা। তাই কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তবে গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে। এই ঘটনায় বাসুদেব ঘোষ নামে এক বাসচালককে গ্রেপ্তারও করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[আরও পড়ুন: নভেম্বরে হত বিয়ে, তার আগেই দু’ডজনেরও বেশি গুলি ঝাঁজরা করে দিল সিধুর শরীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার