নিরুফা খাতুন: খাস কলকাতায় চিকিৎসকের রহস্যমৃত্যু। পুকুর থেকে উদ্ধার হল দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল হারিদেবপুর (Haridevpur) থানার অন্তর্গত শিলপাড়া রামচন্দ্র পল্লিতে। ঘটনার নেপথ্যে চিকিৎসকের স্ত্রীর হাত রয়েছে বলে দাবি স্থানীয়দের।
মৃতের নাম শৈলেন কুণ্ডু। বয়স প্রায় ৬০ বছর। পেশায় দাঁতের চিকিৎসক। হারিদেবপুর থানার অন্তর্গত শিলপাড়া রামচন্দ্র পল্লিতে থাকতেন তিনি। শুক্রবার সকাল ৬ টা নাগাদ এলাকার পুকুরে ওই চিকিৎসকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
[আরও পড়ুন: ‘৮ জুলাই খেলা হবে, তাতে প্রাণ গেলে যাবে’, পঞ্চায়েত হিংসার মধ্যেই ‘হুঁশিয়ারি’ মদনের]
স্থানীয়দের দাবি, আর্থিক অনটনে ভুগছিলেন ওই চিকিৎসক। সেই সঙ্গে ছিল স্ত্রীর অত্যাচার। অভিযোগ, স্ত্রী ওই চিকিৎসককে বিভিন্ন সময় মারধর এবং অত্যাচার করত। এলাকার মানুষেরা আগেও প্রতিবাদ করেছেন। কিন্তু কোন রকম সুরাহা হয়নি। এলাকাবাসীর অনুমান, স্ত্রীই খুন করে পুকুরে ফেলে দিয়েছে দেহ। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।