অর্ণব দাস, বারাকপুর: বাড়ি থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বরানগরে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ বয়সজনিত অসুস্থতা? নাকি অন্য কিছু? জানার চেষ্টায় পুলিশ।
বরানগর থানার পিকে সাহা লেন এলাকার বাসিন্দা প্রদীপ দে (৫৭)। তিনি বাড়িতে একাই থাকতেন। সোমবার সন্ধ্যার পর থেকেই প্রতিবেশীরা তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন বলে খবর। মঙ্গলবার এই দুর্গন্ধ আরও তীব্র হওয়ায় প্রৌঢ়ের এক আত্মীয়কে জানানো হয়। তিনি থানায় খবর দেন। এর পরই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দরজা ভাঙতেই উদ্ধার হয় প্রৌঢ়ের পচাগলা দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: প্রাক ‘মিগজাউম’ প্রভাবে হালকা বৃষ্টি শুরু রাজ্যে, একধাক্কায় উষ্ণতা ৭ ডিগ্রি বাড়ল]
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। শেষ কয়েকদিন প্রতিবেশীরা তাঁকে দেখতে পাননি। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তাই অসুস্থতার কারণেই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।