রাজ কুমার, আলিপুরদুয়ার: ভোটের আবহে হাত-পা বাঁধা দেহ উদ্ধার হল আলিপুরদুয়ারে। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিলীপ সরকার। বয়স আনুমানিক ৪০ বছর। এদিন সকালে স্থানীয় বালুরঘাট নদীর ধারে শিসাগড় এলাকা থেকে দেহটি উদ্ধার হয়। হাত-পা বাঁধা অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝোলানো ছিল দেহটি। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ।
[আরও পড়ুন: অধিকৃত কাশ্মীর ভারতেরই, ইসলামাবাদ হাই কোর্টে মানল পাক সরকার]
আইসি সমিত তালুকদার জানিয়েছেন মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তা জানা যাবে। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গিয়েছে, গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে দেহটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে বলে মত পুলিশের।