shono
Advertisement
Alipurduar

নদীর ধারে হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ, রহস্য ঘনাচ্ছে আলিপুরদুয়ারে

খুুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ।
Published By: Paramita PaulPosted: 12:49 PM Jun 01, 2024Updated: 12:49 PM Jun 01, 2024

রাজ কুমার, আলিপুরদুয়ার: ভোটের আবহে হাত-পা বাঁধা দেহ উদ্ধার হল আলিপুরদুয়ারে। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিলীপ সরকার। বয়স আনুমানিক ৪০ বছর। এদিন সকালে স্থানীয় বালুরঘাট নদীর ধারে শিসাগড় এলাকা থেকে দেহটি উদ্ধার হয়। হাত-পা বাঁধা অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝোলানো ছিল দেহটি। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ।

[আরও পড়ুন: অধিকৃত কাশ্মীর ভারতেরই, ইসলামাবাদ হাই কোর্টে মানল পাক সরকার]

আইসি সমিত তালুকদার জানিয়েছেন মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তা জানা যাবে। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গিয়েছে, গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে দেহটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে বলে মত পুলিশের। 

[আরও পড়ুন: ‘হার নিশ্চিত বুঝেই পালাচ্ছে’, বিতর্কে অংশ না নেওয়ায় কংগ্রেসকে কটাক্ষ শাহের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটের আবহে হাত-পা বাঁধা দেহ উদ্ধার হল আলিপুরদুয়ারে।
  • খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • আইসি সমিত তালুকদার জানিয়েছেন মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।
Advertisement