সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রসমাজ ভবিষ্যতের দূত। তারাই দেশের আওয়াজ। কারণ, তাদের কণ্ঠেই সূচনা হয় আগামির পদধ্বনি। কিন্তু সেই ছাত্রসমাজের উপরেই যখন নেমে আসে রাষ্ট্র-রাজনীতির খড়্গাঘাত, তখন? তখন কী হতে পারে, তা দেখিয়ে দিচ্ছে গোটা দেশ। প্রতিবাদে মায়ানগরী মুম্বই থেকে তিলোত্তমা কলকাতার রাজপথে নেমেছেন আম জনতা, ছাত্রসমাজ তথা বিদ্বজ্জনেরা। বলিউডের একাংশ যখন ‘নীরব’ প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এলেন জওহরলাল নেহেরুর বিশ্ববিদ্যালয়ে। বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বগ্গা দীপিকা পাড়ুকোনের সব ছবি বয়কটের ডাক দিলেন।
রাত তখন ৮টা বেজে ১৫ মিনিট। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাসের যে চত্বরে আক্রান্ত হয়েছিলেন ঐশী ঘোষ, সেখানেই দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী। ছাত্র সমাজের পাশে তিনি। এও কী কম কথা! বলিউড তারকাদের থেকে কেউ তো অন্তত একজন এলেন আক্রান্ত ঐশীর সঙ্গে দেখা করতে, বলছেন পড়ুয়ারা। বলিউডের প্রথমসারির অভিনেতাদের বেশিরভাগই যখন মুখে কুলুপ এঁটেছেন, দীপিকা তখন সোজা গিয়ে পৌঁছলেন JNU ক্যাম্পাসে। সবরমতী হস্টেলের টি পয়েন্টে, ঠিক যেখানে মুখ ঢাকা দুষ্কৃতীদের হাতে আক্রমণের শিকার হয়েছিলেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ, সেখানেই গিয়ে আক্রান্ত ঐশীর পাশে দাঁড়ালেন দীপিকা। রাজনৈতিক কারণে নয়, বরং মানবতার খাতিরে।
[আরও পড়ুন: ‘এখানে পড়ুয়াদের থেকে গরুর নিরাপত্তা বেশি’, JNU কাণ্ডে বিস্ফোরক ‘নীরব’ অক্ষয়ের স্ত্রী টুইংকল]
যার দরুন বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বগ্গা দীপিকা পাড়ুকোনের সব ছবি বয়কটের ডাক দিলেন। প্রসঙ্গত, সোমবার সন্ধেবেলা মুম্বইয়ের কার্টার রোডের প্রতিবাদী মিছিলে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ, জোয়া আখতার, অনুরাগ কাশ্যপ, রিমা কাগতি, হনসল মেহেতা, অনুভব সিনহা, অভিনেত্রী তাপসি পান্নু, দিয়া মির্জা, রিচা চাড্ডা, গৌহর খান, অভিনেতা আলি ফজল, কমেডিয়ান কুণাল কামরা-সহ আরও অনেকেই। তীব্র নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়াতেও। অন্যদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-এর সমর্থন জোগাড় করতে মরিয়া গেরুয়া শিবিরকেও নাকচ করেছে বলিউডের একাংশ। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল এবং বিজেপি সহ-সভাপতি জয় পাণ্ডা আমন্ত্রিত বৈঠকে অনুপস্থিত থেকে জবাব দিয়েছেন। কিন্তু পড়ুয়াদের পাশে থাকতে রাজধানীতে এখনও অবধি কাউকে দেখা যায়নি জেএনইউ কাণ্ডের পর। কিন্তু দীপিকা গেলেন। ঐশীর-কানহাইয়ার পাশে দাঁড়ালেন। বলা ভাল, বলিউডের নীরব তারকাদের উপর সপাটে চড় কষালেন দীপিকা পাড়ুকোন।
The post JNU-তে আক্রান্ত পড়ুয়াদের পাশে দীপিকা, ঐশী-কানহাইয়ার সঙ্গে প্রতিবাদে শামিল অভিনেত্রী appeared first on Sangbad Pratidin.