ভোট এলেই বলিউডের রং 'সাদা', বুথ-ব়্যাম্পে ছক ভাঙলেন কারা? দেখুন অ্যালবাম
দেখুন তারকাদের 'শ্বেতশুভ্র' গ্যালারি।
Tap to expand
রাজনীতি আর সাদা রঙের পোশাক, চেনা সমীকরণ। ভোট ফ্যাশনেও তারকাদের কাছে সাদা পোশাকের কদর বেশি।
Tap to expand
রুহ বাবা কার্তিক আরিয়ানের মতো সাদা পোশাকে দেখা গেল আরবাজ খানকেও।
Tap to expand
সইফ-করিনা বরাবরই ফ্যাশন সচেতন এবং হালকা রঙের পোশাক তাঁদের পছন্দের বরাবরই। বুধবার পোলিং বুথে সাদা পোশাকে। রাজকুমার রাও বেছে নিয়েছিলেন সাদা টিশার্ট।
Tap to expand
তবে শাহরুখ খান সাদা পোশাক বেছে নিলেও পরিবারের অন্য সকলে ভিন্ন রঙের পোশাক পরলেন। আরিয়ান খানকে দেখা গেল কালো টি শার্টে। সুহানা সবুজ সালোয়ারে, তবে গৌরী খান কিন্তু আইভরি রঙের জ্যাকেটের সঙ্গে সাদা ট্যাঙ্ক টপ পরেছিলেন।
Tap to expand
বুধবার তারকাদের সাজপোশাকে সবথেকে বেশি নজর কাড়লেন রণবীর কাপুর। সাটা টি শার্ট, রোদচশমায় কাপুরনন্দন বাজিমাত করলেন। তবে জ্যাকি ভাগনানি কালো শার্ট পরলেও রকুলপ্রীত সাদাকেই প্রাধান্য দিলেন।
Tap to expand
অন্যদিকে বুথ-ব়্যাম্পে ধূসর রঙের টি শার্টে নতুন ট্রেন্ড সেট করলেন সলমন খান। সুনীল শেট্টিকেও দেখা গেল ধূসর রঙের শার্টে।
Tap to expand
'সিংহম এগেইন' পরিচালক রোহিত শেট্টি সাদা পোশাকের ফ্যাশন ট্রেন্ড ভেঙেই লাল টি শার্টে ধরা দিলেন। অর্জুন কাপুরকে দেখা গেল কালো শার্টে।
Tap to expand
কিয়ারা আডবানিও সাদা কুর্তি পরে ভোট দিতে গিয়েছিলেন। অনন্যা পাণ্ডে, চাঙ্কি পাণ্ডেকেও দেখা গেল একবারে সাদা প্যালেটের পোশাকে।
Tap to expand
উর্মিলা মাতণ্ডকর এবং সোনালী বেন্দ্রে দুজনেই ভোট ফ্যাশনে সাদা রংকে বেছে নিলেন।
Tap to expand
অসুস্থ গোবিন্দাও ভোট দিতে এলেন সাদা পোশাকে। বিশাল দাদলানিকেও দেখা গেল সাদা টি শার্টে।
Tap to expand
হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন এবং মা পিঙ্কি রোশন দুজনেই সাদা পোশাক বেছে নিলেন। (ছবি পিটিআই এবং ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 09:18 PM Nov 20, 2024Updated: 09:18 PM Nov 20, 2024
দেখুন তারকাদের 'শ্বেতশুভ্র' গ্যালারি।