shono
Advertisement
Maha Kumbh

'অপদার্থ প্রশাসন, কেন দায়িত্ব দেয়নি সেনাকে?', কুম্ভের দুর্ঘটনায় প্রশ্ন তুলছেন আখড়ার সন্তরা

এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।
Published By: Biswadip DeyPosted: 09:47 AM Jan 29, 2025Updated: 10:59 AM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে মৃত্যুমিছিল। পদপিষ্টের ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে বলে আশঙ্কা। গুরুতর জখম অবস্থায় অনেকে ভর্তি হাসপাতালে। এই অবস্থায় কাঠগড়ায় যোগী প্রশাসন। পঞ্চায়েতি আখড়ার মহামণ্ডলেশ্বর সন্ত প্রেমানন্দ পুরীর দাবি, প্রথম থেকেই তাঁরা চাইছিলেন সেনার হাতে থাকুক ভিড় নিয়ন্ত্রণের ভার। এই অনভিপ্রেত ঘটনায় প্রশাসনকেই কাঠগড়ায় তুলছেন তিনি।

Advertisement

তাঁকে বলতে শোনা গিয়েছে, ''একেবারে অপদার্থ প্রশাসন। আমরা শুরু থেকেই দাবি করছি, কুম্ভের নিরাপত্তার ভার থাকুক সেনার হাতে। কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। প্রশাসনিক গাফিলতি কুম্ভকে কলঙ্কিত করেছে।''

মৌনি অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে বুধবার রাত্রি দুটো নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে মহাকুম্ভে। স্নানের জন্য ঘাটে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সেখানেই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরে পদপিষ্ট হন বহু মানুষ। দুর্ঘটনায় ৩০ থেকে ৪০ জন আহত ও ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছিল। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুম্ভের অস্থায়ী হাসপাতালে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক চরম আকার নেয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে ঘটনার বিস্তারিত খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

এদিকে সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় সরোজিনী নামের এক পুণ্যার্থী বলছেন, ''আমরা দুটো বাসে ৬০ জন করে ছিলাম। আমাদের দলে ছিল ৯ জন। আচমকাই ধাক্কাধাক্কি শুরু হয় ভিড়ের মধ্যে। অনেকেই পড়ে যান। পুরো বিষয়টাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।''

মহাকুম্ভ উপলক্ষে অগণিত মানুষের ভিড় প্রথম থেকেই চোখে পড়েছে। বুধবারই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ১০ লক্ষ মানুষ ডুব দিয়েছেন মৌনী অমাবস্যা উপলক্ষে। কিন্তু রাত না পেরতেই ঘটে গেল অনভিপ্রেত দুর্ঘটনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহাকুম্ভে মৃত্যুমিছিল। পদপিষ্টের ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে বলে আশঙ্কা।
  • এই অবস্থায় কাঠগড়ায় যোগী প্রশাসন। পঞ্চায়েতি আখড়ার মহামণ্ডলেশ্বর সন্ত প্রেমানন্দ পুরীর দাবি, প্রথম থেকেই তাঁরা চাইছিলেন সেনার হাতে থাকুক ভিড় নিয়ন্ত্রণের ভার।
  • এই অনভিপ্রেত ঘটনায় প্রশাসনকেই কাঠগড়ায় তুলছেন তিনি।
Advertisement