সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত ৯টা। বলিউড তারকাদের একাংশের বাংলো তখন ডুবল অন্ধকারে। কেউ প্রদীপ জ্বালালেন, কেউ বা পরিবারের সকলের সঙ্গে হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালালেন। আবার কাউকে দেখা গেল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রদীপ জ্বালাতে। নমোর ‘মোমবাতি নিদান’ অক্ষরে অক্ষরে পালন করলেন অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত নেনে, করণ জোহর থেকে কৃতি শ্যানন, শিল্পা শেট্টি-সহ আরও অনেকেই।

শাহরুখ-গৌরীর খুদে অ্যাবরামকে দেখা গেল হাতে প্রদীপ ধরে দাঁড়াতে। মা গৌরী খান সাধ করে সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। পা ভেঙেছে টুইঙ্কেলের, অগত্যা একাই প্রদীপ জ্বালিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে সংহতির বার্তা দিলেন। বিরাট-অনুষ্কা প্রার্থনা করলেন গোটা মানবজাতির উদ্দেশে। অন্যদিকে মাধুরী দীক্ষিতকেও দেখা গেল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রদীপ জ্বালাতে। পাশে ছিল তাঁর গোটা পরিবার। ডিজাইনার মোমবাতি হাতে ক্যামেরার সামনে দেখা গেল রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনকে। অন্যদিকে, বাংলো থেকে অন্ধকারে নিমজ্জিত গোটা মুম্বই শহরকে দেখতে কেমন লাগে, সেই ভিডিও প্রকাশ করলেন করণ জোহর। অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে শৈশবের স্মৃতিতে মজলেন আলিয়া। তারকাদের দৌলতে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং #9Baje9Minute হ্যাশট্যাগ।
বলিউড তারকারা মোদির সমর্থনে জাতির উদ্দেশে কীভাবে সংহতির বার্তা দিলেন, দেখে নিন একঝলকে-
The post নমোর নির্দেশ পালন, রাত ৯টায় প্রদীপ জ্বালিয়ে সংহতির বার্তা দিলেন বলিউড তারকারা appeared first on Sangbad Pratidin.