shono
Advertisement

বোমা বাঁধার সময় বিস্ফোরণ, গুরুতর জখম উপপ্রধান ঘনিষ্ঠ যুবক, চাঞ্চল্য বীরভূমে

আহত ব্যাক্তি ভরতি হাসপাতালে।
Posted: 02:02 PM Jul 26, 2023Updated: 02:02 PM Jul 26, 2023

নন্দন দত্ত, বীরভূম: ভোট মিটলেও বোমা-বারুদের ‘তাণ্ডব’ যেন কিছুতেই থামছে না। এবার বোমা বাঁধার সময় বিস্ফোরণে গুরুতর জখম তৃণমূলের উপপ্রধানের সহযোগী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। আহত ব্যাক্তি ভরতি হাসপাতালে।

Advertisement

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে বোমা। একাধিক জায়গায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হলেন বীরভূমের এক ব্যক্তি। জানা গিয়েছে, আহতের নাম গোলাম রসুল। বীরভূমের পারুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান হাসিবুর রহমান ওরফে ডালিমের সহযোগী তিনি। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে এলাকায় বোমা বাঁধছিলেন তিনি। সেই সময় ঘটে বিস্ফোরণ। জখম হন গোলাম রসুল।

[আরও পড়ুন: আদালতের নির্দেশ মেনে রাতের পর সকালেও প্রেসিডেন্সি জেলে CBI, মুখে ‘কুলুপ’ মানিক ভট্টাচার্যের]

খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এদিকে বুধবার সিউড়ির ধল্লা গ্রাম থেকে উদ্ধার হয়েছে তিন ড্রাম বোমা। ইতিমধ্যেই বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

[আরও পড়ুন: মিড ডে মিলের মান নিয়ে কড়া স্কুল শিক্ষা দপ্তর, অবিলম্বে নমুনা পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট তলব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement