শাহাজাদ হোসেন, ফরাক্কা: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি। বোমা ফেটে গুরুতর জখম ৩ পড়ুয়া। কার্যত ঝলসে গিয়েছে তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কায়। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।
জানা গিয়েছে, ফরাক্কা থানার ইমামনগরের শংকরপুরে রয়েছে একটি শিশু শিক্ষাকেন্দ্র। অন্যান্যদিনের মতোই এদিন সকালে খুদেরা যায় স্কুলে। পড়াশোনার পাশাপাশি রান্না হয়। খিচুড়ি নিয়ে বাড়ি ফিরছিল কচিকাঁচারা। স্কুলের অদূরেই তাঁরা একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। স্বাভাবিকভাবেই এগিয়ে যায়। ব্যাগের ভিতরে থাকা বোমাকে বল ভেবে খেলতে যাওয়ায় বিপত্তি। বিকট শব্দে ফেটে যায় বোমা। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা।
[আরও পড়ুন: দুঘণ্টা দেরিতে চলল খোদ রেলমন্ত্রীর স্পেশাল ট্রেন! বিশৃঙ্খলা পুরুলিয়া ও ঝালদা স্টেশনে]
ঝলসে যায় তিন পড়ুয়া। তাঁদের নাম ওয়াসিম শেখ, মেহমুদা খাতুন, এহিদিনা পারভিন। ঘটনাকেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খুদেদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাদের। এদিকে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শুরু করেছে তদন্ত। স্কুল চত্বরে এভাবে বোমা এল কীভাবে, কে বা কারা এর নেপথ্যে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।