shono
Advertisement
Suri

পরিত্যক্ত কালভার্টের নিচে উদ্ধার প্রচুর তাজা বোমা, চাঞ্চল্য সিউড়িতে

তল্লাশি চালিয়ে বোমা ভর্তি দুটি প্লাস্টিকের জার উদ্ধার করে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 12:35 PM Aug 04, 2024Updated: 06:30 PM Aug 04, 2024

নন্দন দত্ত, সিউড়ি: ফের তাজা বোমা উদ্ধার বীরভূমে। সিউড়ির সাহাপুর-কল্যাণপুর রোডের একটি পরিত্যক্ত কালভার্টের নিচে তল্লাশি চালিয়ে ৬০-৬৫টি বোমা উদ্ধার করেছে কাঁকড়তলা থানার পুলিশ। শনিবার রাতে বোমাগুলি উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্ত শুরু করেছে কাঁকড়তলা থানার পুলিশ।

Advertisement

শনিবার রাতে সিউড়ির কাঁকড়তলা পুলিশের কাছে খবর আসে সাহাপুর-কল্যাণপুর রোডে বোমা লুকানো রয়েছে। সূত্র মারফত সেই খবর পেয়ে পরিত্যক্ত কালভার্টের নিচে অভিযান চালায় পুলিশ। ঝোপঝাড় ঘেরা জায়গার জঙ্গল কেটে, বোমা ভর্তি  দুটি প্লাস্টিকের জার উদ্ধার করে পুলিশ। সেই জারগুলি থেকে ৬০-৬৫টি বোমা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব বোমাগুলিই তাজা।

[আরও পড়ুন: রাজ্যের সঙ্গে আলোচনা দূর অস্ত! আরও ১ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ল DVC]

কে বা কারা বোমা ভর্তি প্লাস্টিক জারগুলি ওই পরিত্যক্ত জায়গায় রাখল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জেলা পুলিশ সুপারে নির্দেশে বোমাগুলি কাঁকড়তলা থানার ওসির অধীনে রাখা হয়েছে। বড়সড় কোনও নাশকতার ছক ছিল? নাকি কোথাও চোরা চালানের জন্য বোমাগুলি রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগেও একাধিকবার বীরভূম থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। লোকসভা ভোটের আগে বীরভূমের একটি গ্রাম থেকে তিনটি বালতিতে প্রায় ৩০টি বোমা উদ্ধার করে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের তাজা বোমা উদ্ধার বীরভূমে।
  • সিউড়ির সাহাপুর-কল্যাণপুর রোডের একটি পরিত্যক্ত কালভার্টের নিচ তল্লাশি চালিয়ে  ৬০-৬৫ টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
  • শনিবার রাতে বোমাগুলি উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
Advertisement