shono
Advertisement
Border Gavaskar Trophy

একসঙ্গে দুই সহ-অধিনায়কের নাম ঘোষণা অস্ট্রেলিয়ার, মেলবোর্নে অভিষেক সাত দশকে তরুণতম ব্যাটারের?

৩ বছর পর ডাক পেলেন পেসার ঝাই রিচার্ডসন।
Published By: Arpan DasPosted: 02:49 PM Dec 20, 2024Updated: 02:51 PM Dec 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। বাকি রয়েছে দুটি টেস্ট। মেলবোর্ন ও সিডনিতে নামার আগে ১৫ জনের স্কোয়াড জানিয়ে দিল অস্ট্রেলিয়া। তাতে বাদ পড়েছেন তরুণ ওপেনার। সেই জায়গায় সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সি ক্রিকেটার। অন্যদিকে ৩ বছর পর জাতীয় দলে ফিরছেন পেসার ঝাই রিচার্ডসন। আর সেই সঙ্গে একজন নয়, দুজন সহ-অধিনায়কের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া।

Advertisement

এই সিরিজেই অভিষেক হয়েছে ২৫ বছর বয়সি ওপেনার ন্যাথান ম্যাকসুইনির। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি। তিন টেস্ট মিলিয়ে সংগ্রহ মাত্র ৭২ রান। বাকি দুই টেস্টে তাঁর বদলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সি স্যাম কনস্টাস। ক্যানবেরায় ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি করেছিলেন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও তাঁর ওপেন করার সম্ভাবনা উজ্জ্বল।

আর যদি সেটা হয় তাহলে গত ৭০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অভিষেক হবে তাঁর। তবে ম্যাকসুইনিকে বাদ দেওয়া হলেও ৩৮ বছর বয়সি উসমান খোয়াজার উপর কোপ পড়েনি। অন্যদিকে তিনবছর পর কামব্যাক ঘটছে পেসার ঝাই রিচার্ডসনের। তবে তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, সেটা চর্চার বিষয়। এমনিতে চোটের জন্য বাকি দুটি টেস্টে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড। সেখানে স্কট বোলান্ডের খেলার সম্ভাবনাই বেশি।

তবে আরও একটি চমক আছে। আগের তিনটি টেস্টের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সেখানে কোনও সহ-অধিনায়ক ছিলেন না। কিন্তু বাকি দুটি টেস্টে দুজনকে সহ-অধিনায়ক রয়েছেন। সেই ভূমিকায় থাকছেন ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ। শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে পিতৃত্বকালীন বিশ্রামে থাকতে পারেন অধিনায়ক প্যাট কামিন্স। সেখানে নেতৃত্ব দিতে পারেন ট্র্যাভিস হেড। বর্ডার গাভাসকর ট্রফির বাকি দুটি টেস্টেই সেই পদক্ষেপ শুরু হয়ে গেল কিনা, সেই চর্চাও চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। বাকি রয়েছে দুটি টেস্ট। মেলবোর্ন ও সিডনিতে নামার আগে ১৫ জনের স্কোয়াড জানিয়ে দিল অস্ট্রেলিয়া।
  • তাতে বাদ পড়েছেন তরুণ ওপেনার। সেই জায়গায় সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সি ক্রিকেটার।
  • অন্যদিকে ৩ বছর পর জাতীয় দলে ফিরছেন পেসার ঝাই রিচার্ডসন। আর সেই সঙ্গে একজন নয়, দুজন সহ-অধিনায়কের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া।
Advertisement