shono
Advertisement
Jasprit Bumrah

বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য ইংরেজ ধারাভাষ্যকারের! বর্ডার গাভাসকর ট্রফিতে ফিরল 'মাঙ্কিগেটে'র স্মৃতি

সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ক্রিকেটভক্তরা।
Published By: Arpan DasPosted: 02:32 PM Dec 15, 2024Updated: 02:37 PM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হলেন জশপ্রীত বুমরাহ। ইংরেজ ধারাভাষ্যকার ঈশা গুহ ভারতীয় বোলারকে উদ্দেশ্য করে বলেন 'প্রাইমেট'। যার অর্থ 'বানর'। যার সূত্র ধরে বর্ডার গাভাসকর ট্রফিরে ফিরে আসছে হরভজন সিং ও অ্যান্ড্রু সাইমন্ডসের বিতর্কিত 'মাঙ্কিগেট' কলঙ্কের স্মৃতি।

Advertisement

ঘটনার সূত্রপাত গাব্বা টেস্টের দ্বিতীয় দিনে। এদিনও বুমরাহ ৫টি উইকেট তুলেছেন। আগের দুটি ম্যাচেও দুরন্ত বল করেছেন তিনি। ব্রিসবেনের দ্বিতীয় দিনে ৫ ওভার বল করে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। খরচ করেছিলেন মাত্র ৪ রান। বিশ্বের সেরা বোলারের থেকে তো এরকম বোলিংই আশা করা উচিত। তাছাড়া বুমরাহ তো প্রাক্তন অধিনায়কও। পারথ টেস্টের নেতৃত্বে ছিলেন তিনি। সেই কথা মনে করিয়ে দেন ব্রেট লি।

তাঁর উত্তরে ঈশা গুহা বুমরাহকে 'প্রাইমেট' বলে বসেন। যার অর্থ 'বানর'। ইংরেজ ধারাভাষ্যকার বলেন, "হ্যাঁ, ও তো এমভিপি। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, জশপ্রীত বুমরাহ।" সেই সঙ্গে তিনি বলেন, "একমাত্র ওর জন্যই ভারত সচল আছে। তাই বুমরাহ ফিট থাকবে কিনা, বা ও এই টেস্টে কেমন খেলে, সেদিকে সবার নজর ছিল।" কিন্তু ঈশা গুহ আচমকা কেন এরকম মন্তব্য করলেন, তার কোনও উত্তর নেই। সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ক্রিকেটভক্তরা।

আর সেই প্রসঙ্গেই ফিরে আসছে 'মাঙ্কিগেট' কাণ্ডের স্মৃতি। ২০০৮ সালে সিডনিতে এই ঘটনার সূত্রপাত। যেখানে অজি অলরাউন্ডার সাইমন্ডসের অভিযোগ ছিল হরভজন তাঁকে 'মাঙ্কি' বলেছেন। সেই বিতর্কের আগুন দীর্ঘদিন জ্বলেছে। সেই অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে বুমরাহকে 'প্রাইমেট' বলা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হলেন জশপ্রীত বুমরাহ।
  • ইংরেজ ধারাভাষ্যকার ঈশা গুহ ভারতীয় বোলারকে উদ্দেশ্য করে বলেন 'প্রাইমেট'। যার অর্থ 'বানর'।
  • যার সূত্র ধরে বর্ডার গাভাসকর ট্রফিরে ফিরে আসছে হরভজন সিং ও অ্যান্ড্রু সাইমন্ডসের বিতর্কিত 'মাঙ্কিগেট' কান্দের স্মৃতি।
Advertisement